Tuesday, January 13, 2026

শামির দুরন্ত পারফরমেন্সে মজেছেন ওয়াসিম আক্রাম

Date:

Share post:

ফর্মের তুঙ্গে মোহাম্মদ শামি। বল হাতে নিলেই দলকে উইকেট এনে দিচ্ছেন এই ভারতীয় পেসার। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষেও নিয়েছেন ৫ উইকেট। গড়েছেন অসংখ্য রেকর্ড। সব মিলিয়ে বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেই শামির ঝুলিতে এখন ১৪ট উইকেট। ভারতের এই পেসারের এমন দাপুটে বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ওয়াসিম আক্রাম।প্রাক্তন এই পেসার বলেছেন, শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন শামি।গতকাল ৫ উইকেট নেওয়ার পথে কয়েকটি রেকর্ড গড়েছেন শামি। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। মাত্র ১৪ ইনিংসে নিয়েছেন ৪৫ উইকেট। ছাড়িয়ে গেছেন জহির খান ও  জাভাগাল শ্রীনাথকে।

বিশ্বকাপে ৪৪ উইকেট নিতে জহিরের লেগেছিল ২৩ ইনিংস, শ্রীনাথের ৩৩ ইনিংস। আর ১৪তম ইনিংসেই কি না ওই দুজনকে ছাড়িয়ে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন শামি। এ ছাড়া বিশ্বকাপে ৭ বার কমপক্ষে ৪ উইকেট নিয়েছেন শামি। ছাড়িয়ে গিয়েছেন মিচেল স্টার্ককে। আগের ম্যাচেই স্টার্কের ৬ বার ৪ উইকেট নেওয়ার কীর্তি ছুঁয়েছিলেন শামি। বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে স্টার্ককে ছুঁয়েছেন শামি। দুবার করে ৫ উইকেট আছে সাতজনের।

বিশ্বকাপে এমন সব রেকর্ড গড়া শামিকে প্রশংসায় ভাসিয়েছেন আক্রাম, ‘৫ ওভারে ১৮ রানে ৫ উইকেট। কী দুর্দান্ত এক স্পেল। দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে তিনবার ৫ উইকেট নিয়েছে। এর আগে শুধু মিচেল স্টার্কের এই রেকর্ড ছিল। এটা অনেক বড় বিষয়। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিও সে। ৪৫ উইকেটের মালিক। অবিশ্বাস্য পারফরম্যান্স।’

কীভাবে এই সফলতা পাচ্ছেন শামি, এরও রহস্য খুঁজেছেন আক্রাম। তিনি বলেছেন, ‘শামি লেংথ বোলিং করেন আর সেটাই তাকে পুরস্কৃত করছে। বুমরার মতো ততটা সুইং পায় না, তবে বলে সিম থাকে। সব মিলিয়ে শামি ব্যতিক্রমী পারফরম্যান্স করেছে। শ্রীলঙ্কার ব্যাট্যারদের নিয়ে খেলেছে।’

 

spot_img

Related articles

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...