Wednesday, November 12, 2025

অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি ২৪ ঘণ্টার মধ্যে সামনে আসবে, শুভেন্দুকে চ্যা.লেঞ্জ কুণালের

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে।এভাবেই অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অভিযোগ, বাংলার মানুষ ২৪ ঘণ্টার মধ্যে অধিকারীদের সম্পত্তির হিসেবে গরমিল, সন্দেহজনক ব্যাপার যা যা আছে, সেসব জানতে পারবেন। কিন্তু কে আনবেন প্রকাশ্যে? এই বিষয়ে তৃণমূল মুখপাত্রের দাবি, তা তিনি জানেন না। তবে সব তৈরি আছে। কেউ না কেউ তা ফাঁস করবেন!

বুধবার নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির বিষয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে।’ এর জবাবে শুভেন্দু অধিকারী  নিজের আয়কর রিটার্নের নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। তা নিয়েও এদিন কটাক্ষ করেন কুণাল।বলা যেতে পারে, বিরোধী দলনেতাকে কার্যত ২৪ ঘণ্টার ডেডলাইন দিলেন কুণাল।

এদিন কুণাল ফের কটাক্ষ করে বলেন, কাঁথি পুরসভায় সারদার লক্ষ লক্ষ টাকা কেন উদ্ধার করা হচ্ছে না। সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। গতকাল কুণালের প্রতিক্রিয়া ছিল, বিরোধী দলনেতার এমন উন্মত্ত প্রতিক্রিয়ার কারণ হল ভয় এবং অপরাধবোধ। মুখ্যমন্ত্রী তো কারও নাম করেননি।

প্রসঙ্গত, শুভেন্দু তৃণমূলের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু দীর্ঘদিন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর বাবা শিশির অধিকারী দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তা ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুর নাম না করলেও ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার শুভেন্দু নিজের আয়কর সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ্যে এনে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। শুক্রবার কুণাল হুমকি দিলেন, ২৪ ঘণ্টার মধ্যে শুভেন্দু এবং তাঁর পরিবারের সমস্ত সন্দেহজনক বেনিয়ম ও কারচুপি সামনে আনা হবে।

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...