Friday, August 29, 2025

আজ কী হয়েছিল?

Date:

Share post:

আজ প্রবাদ প্রতীম পরিচালক ঋত্বিক ঘটকের (১৯২৫-১৯৭৬) জন্মদিন। চলচ্চিত্রের আকাশে যে ক’টি বাঙালিনক্ষত্র তার নিজস্ব দ্যুতি নিয়ে যথেষ্ট উজ্জ্বল, তাদেরই অন্যতম ঋত্বিক। যাঁর পরিচালিত প্রতিটি চলচ্চিত্র— ‘নাগরিক’ থেকে ‘যুক্তি তক্কো আর গপ্পো’— বাংলা সিনেমার এক-একটি মাইলফলক, তিনি ঋত্বিক। পদ্মার ধারে রূপকথার দেশের স্বপ্ন দেখে যে জীবনের শুরু, তার পর যুদ্ধ-মন্বন্তর-দাঙ্গা-দেশভাগ পার করে দুই বাংলার ক্ষতবিক্ষত রাজপথে হেঁটেছিলেন যিনি, তিনিও ঋত্বিক। শেষপর্যন্ত ‘একসঙ্গে লক্ষ মানুষের কাছে নিজের কথা এখুনি বলতে চলচ্চিত্রই একমাত্র মাধ্যম’ বলে মনে করতেন যিনি, বাংলা সিনেমার তিনিই ‘ঋত্বিক’। এখনকার বাংলাদেশের ঢাকার জিন্দাবাজারে জন্মেছিলেন। বাবা সুরেশচন্দ্র ঘটক, মা ইন্দুবালাদেবী। ৯ ভাইবোনের মধ্যে ভবা (ঋত্বিকের ডাক নাম) ও ভবি (প্রতীতি) ছিলেন শেষ যমজ সন্তান। গত বছর জানুয়ারি মাসের কথা। গেরুয়া শিবির জানায়, নাগরিকত্ব আইনের প্রচারে তারা ঋত্বিক ঘটকের ছবির অংশ ব্যবহার করবে। তারা প্রমাণ করতে চেয়েছিল ঋত্বিক ছিলেন ‘হিন্দু উদ্বাস্তুদরদি’। তারা ভুলে গিয়েছিল, কোনও একটি বিশেষ রাজনৈতিক দল চাইলেই ঋত্বিক ঘটক তাদের হয়ে যান না। উলটে আজকের ভারতে যখন দলিত-মুসলমান সম্প্রদায়ের অস্তিত্ব প্রশ্নের মুখে, ঋত্বিক তখন আরও প্রাসঙ্গিক তথা ক্রান্তদর্শী হয়ে ওঠেন। হয়ে ওঠেন প্রতিবাদের অন্যতম মুখ। যুগসচেতন চলচ্চিত্রকার, গল্পকার, নাট্যকার, অভিনেতা ঋত্বিক ঘটক সারা জীবন ধরে আসলে ভেবেছেন মানুষের কথা। মানুষের হয়েই কথা বলে তাঁর প্রতিটি সৃষ্টি, আজও।

শকুন্তলা দেবী (১৯২৯-২০১৩) এদিন জন্মগ্রহণ করেন। তাঁর বিস্ময়প্রতিভা আজও অথৈ জলের মতোই রহস্যময়। প্রথাগত শিক্ষালাভের সুযোগ কোনওদিন হয়নি। কিন্তু ছোট থেকেই আশ্চর্য প্রতিভার অধিকারিণী তিনি। পলকের মধ্যে মুখে-মুখে কষতেন জটিল হিসেব। গণিতের সীমাহীন সংখ্যা যেন হার মানত তাঁর অপ্রতিরোধ্য স্মরণশক্তির কাছে। ১৯৭৭ সালে সাদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে তিনি হারিয়ে দিয়েছিলেন কম্পিউটারকে। ১৯৮০ সালে তাঁকে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে জিজ্ঞাসা করা হল, ৭৬৮৬৩৬৯৭৭৪৮৭০ এবং ২৪৬৫০৯৯৭৪৫৭৭৯-র গুণফল কত? ২৮ সেকেন্ডের মধ্যে এল সঠিক উত্তর ১৮৯৪৭৬৬৮১৭৭৯৯৫৪২৬৪৬২৭৭৩৭৩০। ১৯৮৮ সালে তাঁর আমেরিকা সফর স্মরণীয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক আর্থার জেনসেনের মুখোমুখি হলেন শকুন্তলা দেবী। তাঁকে দু’টি প্রশ্ন করেন জেনসেন। জানতে চান ৬১,৬২৯,৮৭৫-এর কিউব রুট বা ঘনমূল এবং ১৭০,৮৫৯,৩৭৫-এর সেভেন্থ রুট বা সপ্তম মূল কত? কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিলেন শকুন্তলা। হেলায় বিশ্বজয়ের পরে গণিতকন্যার কীর্তি জায়গা পায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তাঁর নতুন নাম হয় ‘হিউম্যান কম্পিউটার’।

আজ পণ্ডিত শম্ভু মহারাজের (১৯৫২-১৯৭০) মৃত্যুদিন। কত্থক নৃত্যের কিংবদন্তি নৃত্যগুরু। লখনউ ঘরানার নৃত্যশিল্পী। সংগীত নাটক অ্যাকাডেমির ফেলোশিপ ছাড়াও পেয়েছেন পদ্মশ্রী। গলার ক্যানসারে ভুগছিলেন। তিন মাস ধরে নয়া দিল্লির এইমস-এ চিকিৎসা চলছিল। এদিন সব শেষ। পাড়ি দিলেন গান্ধর্বলোকে।

আজ ইউনেস্কোর প্রতিষ্ঠাদিবস।বর্ণ, লিঙ্গ, ভাষা এবং ধর্ম নির্বিশেষে ন্যায়বিচার, আইন, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি সার্বজনীন শ্রদ্ধা নিশ্চিত করার জন্য সংস্কৃতি, যোগাযোগ, শিক্ষা এবং বিজ্ঞানের মাধ্যমে বিশ্ব শান্তির প্রচার করা ইউনেস্কোর মূল উদ্দেশ্য।

২০০১ সালে আজকেই হ্যারি পটারের প্রথম সিনেমার প্রিমিয়ার হয়। হ্যারি পটার সিরিজের প্রথম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সকারার্স স্টোন’-এর প্রিমিয়ার এদিন লন্ডনে অনুষ্ঠিত হয়। জে কে রাওলিং-এর লেখা এই বইগুলি নিয়ে এরপর আরও সাতটি ছবি হয়েছে।

spot_img

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...