দিনের পর দিন প্রতিবেশীর বাড়ির সামনে নিয়ে গিয়ে পোষ্যকে শৌচকর্ম করাতেন দিল্লির যুবক। মহিলা বারবার প্রতিবাদ করায় কোনও ফল হয়নি। গত ৩ নভেম্বর মহিলা নিজের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখছিলেন, তখনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি চোখে পড়ে। এরপর ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে প্রশ্ন তোলেন, কেন যুবক পোষ্যকে তাঁর বাড়ির সামনে শৌচকর্ম করাচ্ছেন? তর্কাতর্কি শুরু হয় এমনকি প্রতিবেশী যুবক ধাক্কা দিয়ে মহিলাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এখানেই শেষ হয়নি, নিজের কুকুরকে ছেড়ে দিতেই সে ওই মহিলাকে আক্রমণ করে। দিল্লির স্বরূপনগরের এই নৃশংস ঘটনায় অবাক পড়শিরা।

আক্রান্ত মহিলার নাম রিয়া দেবী। যুবক ইচ্ছাকৃত ভাবে সারমেয়কে আটকাননি বলে অভিযোগ উঠছে। পিটবুলের কামড়ে ক্ষতবিক্ষত মহিলা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ২৮৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত আগে থেকেই জামিন নিয়ে রেখেছেন বলে জানা যাচ্ছে।
