Friday, November 7, 2025

মহিলাদের নিয়ে ‘কু.রুচিকর’ মন্তব্যের জের! ক্ষমা চাইলেও বি.তর্ক পিছু ছাড়ছে না নীতীশের

Date:

Share post:

মঙ্গলবারই বিধানসভায় (Assembly) মহিলাদের (Women) নিয়ে কুরুচিকর মন্তব্য করে চরম সমালোচিত হয়েছিলেন। এবার চাপে পড়েই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বুধবার বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রী নিজেই ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে। নীতীশের সাফাই, আমি যা মন্তব্য করেছি, তা ফেরত নিচ্ছি। এমনিই কথাগুলো বলে ফেলেছিলাম। আমার কথার ভুল অর্থ বের করা হয়েছে। আমি মহিলাদের শিক্ষার কথা বলেছিলাম। কিন্তু আমার কথায় কারও আঘাত লেগে থাকলে আমি ক্ষমা চাইছি।

উল্লেখ্য, মঙ্গলবারই বিধানসভায় দাঁড়িয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নারী শিক্ষা প্রসঙ্গে এমনটাই বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর যার জেরে বিজেপি সহ বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়তে হয় বিহারের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি নীতীশের মন্তব্যকে “অশ্লীল” এবং “অপমানজনক” বলে বর্ণনা করে বিরোধী শিবির। তবে যা হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এদিন নীতীশ সবার সামনে ক্ষমা চাইলেও বিতর্ক থামছে না। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি থেকে শুরু করে বিজেপি নেতারা সবাই মুখ্যমন্ত্রী নীতীশের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। পাশাপাশি মহিলাদের যে জঘন্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে, তার তীব্র নিন্দা করে অবিলম্বে নীতীশের পদত্যাগ দাবি করছেন বিজেপি নেতা বিজয় সিনহা। অন্যদিকে, দিল্লি কমিশন ফর উইমেনস-র চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালও বিহারের মুখ্যমন্ত্রীর ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান। তারপরই নিজের করা মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন নীতীশ কুমার।

উল্লেখ্য, মঙ্গলবারই নীতীশ কুমার বলেন, পুরুষরা রোজ রাতে করে…। আর তাতেই আরও বেশি বাচ্চার জন্ম হয়। কিন্তু যদি মেয়েরা পড়াশোনা করে, তাহলে সে জানবে যে শেষে ভিতরে ঢুকিও না। বাইরে করে দাও। আপনারাই বুঝে নিন…।” এরপরই যোগ করেন, এর আগে জন্মের হার ৪.৩ ছিল, যা বর্তমানে কমে ২.৯ হয়েছে। খুব তাড়াতাড়ি তা ২-এ নেমে যাবে। আর নীতীশের এমন মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের ঝড় ওঠে সব মহলেই।

 

 

 

 

spot_img

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...