Thursday, November 6, 2025

দীপাবলিতে দুঃ.সংবাদ! প্র.য়াত তৃণমূল নেতা রাম পেয়ারি রাম, শো.কের ছায়া বন্দর এলাকায়

Date:

Share post:

প্রয়াত কলকাতা পুরসভার (KMC) কাউন্সিলর তথা তৃণমূল নেতা (TMC Leader) রাম পেয়ারি রাম (Ram Pyare Ram)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার সকাল ১১টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। এদিকে গত সোমবার রাম পেয়ারি রামের শ্বাসকষ্ট বাড়ে এবং বুকে সংক্রমণ দেখা দেয়। এমন অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানলেন তিনি।

কলকাতা পুরসভার অন্তর্গত ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম। একটানা ১১ বার তৃণমূলের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। রাজ্যের সরকার বদলের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১১ সাল পর্যন্ত টানা ৬ বার বিধায়কও হয়েছিলেন। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর এলাকার বিধায়ক হন তিনি। এর পর স্ত্রী হেমা রামকে নিয়ে শিবির বদল করেন। তারপর থেকে বন্দর এলাকার অধীনস্থ ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলকাতার বন্দর এলাকায়। ওই এলাকায় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক নেতা হিসাবে সুপরিচিত ছিলেন তিনি।

তবে রামপেয়ারির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। এদিন সকালেই দলের নেতার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম। পরিবার সূত্রে খবর, গত বছর পথ দুর্ঘটনা রামপেয়ারির পুত্রের মৃত্যু হয়। তারপর থেকেই তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। যার জেরে একাধিকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে তৃণমূল নেতার। ওই দিন তাঁর মরদেহ প্রথমে বিধানসভায় আনা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

 

 

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...