Sunday, November 2, 2025

‘লৌহ কপাট’ গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সাফ জবাব নজরুল নাতনির!

Date:

Share post:

বিতর্কের কেন্দ্রবিন্দুতে কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘লৌহ কপাট’ (Song Louha kopat)। সুর বিকৃত করার অভিযোগ উঠেছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের (AR Rahman) বিরুদ্ধে। বাংলা সংস্কৃতি নিয়ে ছেলেখেলা! ক্ষোভে ফুঁসছেন বাংলার বিশিষ্টরা। কেউ গান অবিলম্বে বাদ দেওয়ার দাবি করেছেন তো কেউ আইনি পদক্ষেপের কথা বলছেন। এর মাঝেই মোটা টাকার বিনিময়ে ‘লৌহ কপাট’ গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা বাড়ছিল। এবার সপাটে জবাব দিলেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী (Anindita Kazi)।

‘পিপ্পা’ (Pippa) ছবিতে ব্যবহৃত ‘কারার ওই লৌহ কপাট’ গানটির ক্রেডিটে কেবল গীতিকার হিসাবেই উল্লেখ করা হয়েছে নজরুলের নাম। সুরকার হিসাবে যাবতীয় ক্রেডিট নিয়েছেন রহমান নিজেই। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশেও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করছেন, অনেক টাকা নিয়ে কাজী পরিবার এই গানের স্বত্ত্ব বিক্রি করেছে। গোটা বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন কবির পৌত্রী অনিন্দিতা কাজী। কল্যাণী কাজীর মেয়ে স্পষ্ট জানান, তাঁর প্রয়াত মা অবিকৃত রেখে এই গান ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কিন্তু এর পরিণতি এমন হবে, তিনি মৃত্যুর পরেও ভাবতে পারেননি বোধ হয়। নজরুলপুত্র অনিরুদ্ধ কাজীর ছেলে কাজী অনির্বাণ আগেই জানিয়েছেন, তিনি গানটি রেকর্ডের পর শুনতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের অন্ধকারে রেখেই গানটি প্রকাশ্যে আনা হয়। অনিন্দিতা বলছেন, ২০২১ সালে কী এগ্রিমেন্ট হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন। তাহলে এই সবটা পরিষ্কার হয়ে যাবে এবং যাঁরা এগ্রিমেন্ট-এর বিপক্ষে গিয়ে এই কাজটি করেছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা যাবে।

spot_img

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...