Thursday, November 13, 2025

ঐশ্বর্য বিত.র্কে পাক ক্রিকেটারকে জবাব দিলেন অমিতাভ!

Date:

Share post:

বিশ্বকাপ (CWC 2023) যুদ্ধে পাকিস্তানের (Pakistan cricket team) হতশ্রী দশা একাধিক সমালোচনা তৈরি করেছে। কোথাও ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে আবার কোথাও অধিনায়ক বাবর আজমের (Babar Azam)ইস্তফার দাবি জোরালো হচ্ছে। এই আবহে আচমকাই পাক ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়ে যায় বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রজ্জাকের (Abdul Razzaq) এক মন্তব্য ঘিরে শুরু হয় চরম নিন্দা। পাকিস্তানের ব্যর্থতা প্রসঙ্গে অভিষেক পত্নীকে বিয়ের ইচ্ছে প্রকাশ ও অন্য বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যা দ্রুত ভাইরাল হয়। এরপরেই অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন এবং হাত জোড় করা ইমোজি ব্যবহার করেন সমাজমাধ্যমের পোস্টে। সেই ঘটনায় মুখ খুললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

বিগত কিছুদিন ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক ভালো যাচ্ছে না বলেই মায়ানগরীতে ফিসফাস। এমনকি পারিবারিক দিওয়ালি পার্টিতে ও বৌমার অনুপস্থিতি চোখে পড়েছে। অভিষেকও (Abhishek Bachchan) নাকি স্ত্রীর সঙ্গে সেভাবে যোগাযোগ রাখছেন না। ননদ এবং শাশুড়ির সঙ্গে প্রাক্তন বিশ্ব সুন্দরী সম্পর্ক ভাল না বলে চারিদিকে আলোচনা হতেও শুরু করে। তাহলে কি সত্যিই ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন অভিষেক-ঐশ্বর্য? এইসব নিয়ে আলোচনার মাঝেই বিশ্বকাপে আচমকাই অভিনেত্রী আর পাকিস্তানি ক্রিকেটারের নাম জড়িয়ে বিতর্ক শুরু। এতদিন পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে নিরব ছিলেন অমিতাভ বচ্চন। আব্দুল রজ্জাকে বলেছিলেন, “যদি আমি ভাবি যে ঐশ্বর্যর সঙ্গে আমার বিয়ে হবে। এবং তার পর আমাদের সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব? আমার মতে আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। আমরা কী চাই, সেটা বুঝতে হবে। আর সেটা না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না। শুধু তাই নয়, পাকিস্তানও জিততে পারবে না।” পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে বলেন যে মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চাইছি বলেই পোস্ট করেন তিনি। তাতে কি মন গলল বচ্চন পরিবারের? অমিতাভ বচ্চনের সাম্প্রতিক টুইট কিন্তু বলছে অন্য কথা! রজ্জাক যে ইমোজি দিয়ে ক্ষমা চেয়েছিলেন সেই একই ইমোজি ব্যবহার করে সম্প্রতি অমিতাভ বচ্চন লেখেন, ‘হাতজোড় করা ইমোজি মানে ক্ষমা চাওয়ার ইমোজির অর্থ কাগজে ছাপা অর্থের থেকে অনেক বেশি।’ যদিও কারোর নাম উল্লেখ করেন নি ব্যক্তি তবুও ইঙ্গিত যে কার দিকে সেটা বুঝতে আর বাকি নেই, বলছেন নেট বাসিন্দারা।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...