Sunday, August 24, 2025

বড় ধা.ক্কা খেল NIA, সুপ্রিম নির্দেশে ঝিরাম ঘাটি গণহ.ত্যা মা.মলা ত.দন্ত করবে ছত্তিশগড় পু.লিশ

Date:

Share post:

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো এনআইএ। ছত্তিশগড়ের বহুল আলোচিত ঝিরাম ঘটি গণহত্যা মামলায় ছত্তিশগড় পুলিশকে এই পুরো ষড়যন্ত্রের তদন্ত করতে এবং এফআইআর নথিভুক্ত করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ-র আবেদন খারিজ করে দেন, যেখানে বলা হয়েছিল যে এই মামলায় তদন্ত করার অধিকার কেবলমাত্র তাদেরই রয়েছে।

উল্লেখ্য, ২৫মে, ২০১৩-তে, ছত্তিশগড়ের তৎকালীন প্রবীণ কংগ্রেস নেতারা বস্তারে একটি পরিবর্তন সমাবেশ থেকে ফিরছিলেন। তারপরে সুকমা জেলার ঝিরাম উপত্যকার কাছে নকশালদের দ্বারা তাঁদের কনভয় আক্রান্ত হয়। এই বড় গণহত্যায়, বস্তারের প্রবীণ কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা, তৎকালীন রাজ্য সভাপতি নন্দকুমার প্যাটেল এবং তাঁর ছেলে দীনেশ প্যাটেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা, রাজনান্দগাঁওয়ের প্রাক্তন বিধায়ক উদয় মুদালিয়ার সহ বহু নেতা ও নিরাপত্তা কর্মী সহ মোট ২৯ জন নিহত হন। এই মামলার তদন্তভার এনআইএ-কে দিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। এনআইএ-এর তদন্ত রিপোর্ট নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। একইসঙ্গে রাজ্যে কংগ্রেস সরকার গঠনের পর এনআইএ-এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া ছত্তিশগড় পুলিশও জানিয়েছে, এই বিষয়ে আলাদা তদন্ত হবে।

ওই হামলায় শহীদ উদয় মুদালিয়ারের ছেলে জিতেন্দ্র মুদালিয়ার তাঁর বাবার হত্যার অভিযোগে মামলা দায়েরের দাবিতে পুলিশের কাছে আবেদন করেছিলেন। বস্তার এসপির কাছে একটি স্মারকলিপিও জমা দেন তিনি। পাশাপাশি এই আবেদনে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। এমতাবস্থায় ছত্তিশগড় পুলিশ বিষয়টি তদন্ত করতে যাচ্ছে। তাই এনআইএ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে এফআইআরের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। বলা হয়েছিল যে ঝিরাম মামলার তদন্ত করার ক্ষমতা একমাত্র তাঁরই রয়েছে। মামলার চূড়ান্ত শুনানি শেষে তা রায়-এর জন্য সংরক্ষণ করা হয়। মঙ্গলবার রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র-এর বেঞ্চ। আদালত এনআইএ-র আবেদন খারিজ করে দেওয়ায় ছত্তিশগড় পুলিশ এখন ঝিরাম গণহত্যার তদন্ত করবে।

আরও পড়ুন- BGBS-এর মঞ্চে অমিত মিত্রর সঞ্চালনায় মুগ্ধ অতিথিরা

spot_img

Related articles

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...