Wednesday, August 20, 2025

রান্নার গ্যাসের ভ.র্তুকি পেতে বায়োমেট্রিক বাধ্য.তামূলক! মোদির হঠ.কারী সিদ্ধান্তে বাড়ছে ধোঁয়া.শা

Date:

Share post:

রান্নার গ্যাসে ভর্তুকি (Subsidy on LPG Gas)পেতে এবার নয়া ঝঞ্ঝাট পোহাতে হবে সাধারণ মানুষকে। আগামী মাসের মধ্যেই বায়োমেট্রিক তথ্য (Biometric information) না দিলে নয়া বছরে আর ভর্তুকির টাকা আসবে না আপনার অ্যাকাউন্টে। অথচ এত বড় একটা সিদ্ধান্ত কাউকে কিছু না জানিয়ে, কোনও জনস্বার্থমূলক প্রচার না করেই নিয়ে ফেলল মোদি সরকার (Modi Government)।স্বাভাবিকভাবেই বিভ্রান্তি বাড়ছে কারণ বিষয়টি whatsapp মারফত ডিলারদের জানানো হয়েছে। যা ঘিরে গ্রাহক এবং বিক্রেতা (Distributor), দুই মহলেই ক্ষোভ বাড়ছে। আচমকা এই নির্দেশ জারি করার কোন যুক্তি আছে কি? উঠছে প্রশ্ন।

যখন তখন মানুষের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা মোদি সরকারের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনাহীন নোট বন্দি থেকে আচমকা লকডাউন – সবই প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত হঠকারী সিদ্ধান্ত। কিন্তু সমস্যা হচ্ছে এই সবকিছুর মাশুল দিতে হয় সাধারণ মানুষকে। এবার রান্নার গ্যাসের ভর্তুকিতেও নয়া পরিবর্তন আনছে বিজেপি সরকার (BJP Government)। এবার থেকে নাকি সমস্ত গ্রাহকের আধার যাচাই করে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে হবে গ্যাস ডিলারদের। আর এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে। অথচ গ্রাহকদের এই সম্পর্কে কিছুই জানানো হয়নি। যার ফলে প্রবীণ গ্রাহকরা সবথেকে বেশি সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। নরেন্দ্র মোদির সরকার স্বচ্ছ প্রশাসনিক পদক্ষেপ ও স্বচ্ছ জ্বালানির ব্যবহার বৃদ্ধির বড়াই করলেও রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে তাঁদের বিরুদ্ধে বরাবর অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। বছর চারেক আগে উজ্জ্বলা বাদে সাধারণ গ্রাহকদের ভর্তুকি কার্যত চুপিসারে ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়েছে। যে কজন মানুষ ভর্তুকি পাচ্ছেন সেটাও হাতেগোনা কয়েকটা টাকা। অর্থাৎ একদিকে রান্নার গ্যাসের দাম বাড়ানো অন্যদিকে ভর্তুকি বন্ধ করে দেওয়া আর এই দুয়ে মিলে মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি সরকার, এমন কথাই মনে করছেন বিরোধীরা। উজ্জ্বলা যোজনা-সহ ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের (LPG) সব গ্রাহকেরই আধার যাচাই করার এই সিদ্ধান্তের যৌক্তিকতা খুঁজতে চাইছেন বিশ্লেষকরা। বিপাকে পড়েছেন ডিলাররা, কারণ এত কম সময়ের মধ্যে কী ভাবে বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য যাচাই সম্ভব তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...