Friday, November 7, 2025

শর্তসাপেক্ষে মিলেছে অনুমতি! বুধে ধর্মতলার সমাবেশে থাকছেন শাহ, জেনে নিন সফরসূচি

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ ধর্মতলার (Dharmatala) ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে ২৯ নভেম্বর শর্তসাপেক্ষে জনসভার অনুমতি পেয়েছে বিজেপি (BJP)। সম্প্রতি কলকাতা হাই কোর্ট সেই নির্দেশ দিয়েছে। আর সেই সভায় যোগ দিতে কলকাতায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। ইতিমধ্যে শাহের সময়সূচিও বঙ্গ বিজেপির তরফে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, ২৯ নভেম্বর বুধবার ধর্মতলার সভায় যোগ দিতে কলকাতায় (Kolkata) আসবেন শাহ। সভার কাজ সেরে ওই দিন সন্ধ্যাতেই ফিরে যাবেন দিল্লি। আর বিজেপির এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সপ্তাহের এমন একটা দিনে বিজেপির সভার ঘুঁটি সাজানো হচ্ছে তার জেরে ব্যহত হতে পারে জনজীবন।

বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ২৯ নভেম্বর সকালে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতায় আসবেন শাহ। ১১টা ৫ মিনিটে দিল্লি থেকে উড়বে তাঁর বিশেষ বিমান। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তা পৌঁছবে বেলা সওয়া ১টা নাগাদ। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন তিনি। সেখান থেকে তিনি গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চে। পৌনে ২টো নাগাদ সভামঞ্চে পৌঁছনোর কথা তাঁর। ধর্মতলার সভায় ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা শাহের।

সভায় বক্তৃতা সেরে তার পর ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। যে ভাবে কলকাতা বিমান বন্দর থেকে আসবেন। সেই ভাবেই কলকাতা বিমানবন্দরে তিনি পৌছবেন বিকেল ৩টে ৪০ মিনিটে। এরপর ৩টে ৪৫ মিনিটে তাঁর বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লিতে পৌঁছবেন তিনি।

 

 

 

 

spot_img

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...