‘প্রশ্নফাঁস’ রুখতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রশ্নপত্রে ইউনিক কোডের ওয়াটারমার্ক বসানো হচ্ছে। কেউ প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠালে সঙ্গে সঙ্গে প্রেরককে শনাক্ত করা যাবে। গত কয়েক বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ‘প্রশ্নফাঁস’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক এড়াতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এমন পন্থা নেওয়া হচ্ছে।

মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্রে কোডিং সিস্টেম চালু করতে চলেছে তারা। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা কোড নম্বরের ওয়াটারমার্ক। তার ওপরে গাঢ় অক্ষরে ছাপা হবে প্রশ্ন। ফলে প্রশ্নপত্রের ছবি তুলতে গেলে সঙ্গে অবধারিতভাবে উঠে যাবে কোড নম্বরের ছবিও। সেই কোড নম্বর দিয়ে সহজেই শনাক্ত করা যাবে কে বা কারা প্রশ্নপত্র ফাঁস করছে।
