Sunday, November 9, 2025

অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোন! অধীরের ‘বাসনা’কে তীব্র খোঁ.চা কুণালের

Date:

Share post:

রাজনৈতিকভাবে দেউলিয়া কংগ্রেস! রাজ্যের পর পর নির্বাচনে ভাঁড়ার শূন্য। এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguli) মুখ্যমন্ত্রী মুখ করার ভাবছে কংগ্রেস! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhuri) মন্তব্যই সেই জল্পনা উস্কে দিয়েছে। শনিবার, বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করে অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।‘‘ অধীরের মন্তব্যকে তীব্র কটাক্ষ করে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এতে কংগ্রেসের দেউলিয়াপনাই প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে অধীরের বিরুদ্ধে দায়িত্বে থাকা একজন বিচারপতিকে প্রলোভন দেখানোর বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। এদিকে এদিন বহরমপুরেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ। সেখানেই বিচারপতির প্রশংসার বন্যা বইয়ে দিতে দিতে অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।’’ অধীরের মতে, ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে নতুন দিগন্ত তৈরি হবে।’’

এই বক্তব্যের প্রেক্ষিতে অধীরকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, কংগ্রেস একা লড়ে পারল না। বাম-আইএসএফ-এর সঙ্গে জোট করেও শূন্য। কত বড় দেউলিয়া হলে নিজেদের রাজনৈতিক পরিধির বাইরে মুখ খুঁজছে! তীব্র আক্রমণ কুণালের। এর পরেই মোক্ষম প্রশ্ন তোলেন কুণাল। তাঁর মতে, “এটা একজন দায়িত্বে থাকা বিচারপতিকে প্রলোভন দেখানো হচ্ছে না তো! তাঁকে প্ররোচিত করা, লোভ দেখানো, আশ্বাস দেখানো হচ্ছে না তো, যে তৃণমূল বিরোধিতা চালিয়ে যান, আমরা ক্ষমতায় এলে আপনাকে দেখব!” এর পরেই কুণালের টিপ্পনি বিজেপি বিরোধী জোট I.N.D.I.A. লোকসভায় জিতে দিল্লিতে সরকরা গঠন করার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উত্তর প্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হবে!


spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...