Saturday, August 23, 2025

অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোন! অধীরের ‘বাসনা’কে তীব্র খোঁ.চা কুণালের

Date:

Share post:

রাজনৈতিকভাবে দেউলিয়া কংগ্রেস! রাজ্যের পর পর নির্বাচনে ভাঁড়ার শূন্য। এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguli) মুখ্যমন্ত্রী মুখ করার ভাবছে কংগ্রেস! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhuri) মন্তব্যই সেই জল্পনা উস্কে দিয়েছে। শনিবার, বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করে অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।‘‘ অধীরের মন্তব্যকে তীব্র কটাক্ষ করে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এতে কংগ্রেসের দেউলিয়াপনাই প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে অধীরের বিরুদ্ধে দায়িত্বে থাকা একজন বিচারপতিকে প্রলোভন দেখানোর বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। এদিকে এদিন বহরমপুরেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ। সেখানেই বিচারপতির প্রশংসার বন্যা বইয়ে দিতে দিতে অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।’’ অধীরের মতে, ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে নতুন দিগন্ত তৈরি হবে।’’

এই বক্তব্যের প্রেক্ষিতে অধীরকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, কংগ্রেস একা লড়ে পারল না। বাম-আইএসএফ-এর সঙ্গে জোট করেও শূন্য। কত বড় দেউলিয়া হলে নিজেদের রাজনৈতিক পরিধির বাইরে মুখ খুঁজছে! তীব্র আক্রমণ কুণালের। এর পরেই মোক্ষম প্রশ্ন তোলেন কুণাল। তাঁর মতে, “এটা একজন দায়িত্বে থাকা বিচারপতিকে প্রলোভন দেখানো হচ্ছে না তো! তাঁকে প্ররোচিত করা, লোভ দেখানো, আশ্বাস দেখানো হচ্ছে না তো, যে তৃণমূল বিরোধিতা চালিয়ে যান, আমরা ক্ষমতায় এলে আপনাকে দেখব!” এর পরেই কুণালের টিপ্পনি বিজেপি বিরোধী জোট I.N.D.I.A. লোকসভায় জিতে দিল্লিতে সরকরা গঠন করার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উত্তর প্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হবে!


spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...