Sunday, January 11, 2026

কর্মীদের বেতন মেটাতে সব বাড়ি বন্ধক রাখছে বাইজুস

Date:

Share post:

বাইজু রবীন্দ্রন। বাইজুসের প্রতিষ্ঠাতা। মারাত্মক সমস্যার মুখোমুখি। পরিস্থিতি এমনই যে, তিনি  তাঁর বাসভবন এবং তাঁর পৈত্রিক বাড়িও জমানত হিসাবে রেখেছেন। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, তাঁর কোম্পানি বিরাট অর্থনৈতিক সংকটের মুখোমুখি। কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই তিনি এই পথে হাঁটতে বাধ্য হয়েছেন।

বেঙ্গালুরুতে তাদের পরিবারের বাড়ি রয়েছে। সেই সঙ্গেই বাইজুসের মালিকের বিরাট ভিলা তৈরি হচ্ছিল। সেই বিরাট বিলাসবহুল ভিলাও বন্ধক হিসাবে রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, তিনি ১২ মিলিয়ন মার্কিন ডলার ধার নিতে চাইছেন। আর সেকারণেই এবার বাড়ি বন্ধক রেখে তিনি সেই ধার নিতে চাইছেন। একবার সেই টাকা পেলে তিনি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন।

আসলে যা পরিস্থিতি, বাইজুসের ১৫ হাজার কর্মীর বেতন দেওয়াটাই তার কাছে এখন বড় চ্যালেঞ্জ। বাইজুসের যে মূল কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট, তাদের কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে চাইছে। আপাতত ওই কোম্পানির কর্তা নানাভাবে পরিকল্পনা করছেন যাতে টাকা জোগাড় করা যায়। এখানেই শেষ নয়, কোম্পানির একটা ডিজিটাল রিডিং প্লাটফর্ম আছে, সেটা মূলত আমেরিকার। শিশুদের জন্য এটা করা হয়েছে। সেটাও বিক্রি করে দিতে চাইছে কোম্পানি। প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারে সেটা বিক্রি করতে চাইছে কোম্পানি।

অন্যদিকে শেয়ার বিক্রি করেও টাকা তোলার চেষ্টা করা হচ্ছে। এদিকে এর আগে শেয়ার বিক্রি করে যে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারপাওয়া গিয়েছিল সেটাও বিক্রি করে দিতে চাইছে বাইজুস।এদিকে ২০২২ সালের অডিট রিপোর্ট বলছে, তাঁর প্রায় ৬ শতাংশ ক্ষতি হয়েছে ব্যবসাতে।

অন্যদিকে বাইজুসের মালিকের বিরুদ্ধে ইডি নোটিশ জারি করে বলেছিল কোম্পানি ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে নিয়ম ভেঙেছেন। প্রায় ৯,৩৬২ কোটি টাকার অর্থের গরমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইডির তরফে রবীন্দ্রন ও তাঁর কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন উভয়কেই নোটিশ পাঠানো হয়েছিল। তবে এবার বাইজুসের মালিক কী পদক্ষেপ নেন সেটাই দেখার।

 

spot_img

Related articles

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...