Sunday, August 24, 2025

নিলামের আগেই শামিকে নিতে ঝাপালো আইপিএল-এর এক ফ্র‍্যাঞ্চাইজি, ক্ষু.ব্ধ গুজরাত

Date:

Share post:

হার্দিক পান্ডিয়ার পর কি মহম্মদ শামিও কি ছাড়ছেন গুজরাত টাইটান্স? এমনটাই উঠছে প্রশ্ন। কারণ সূত্রের খবর, নিলামের আগেই গুজরাত থেকে শামিকে কিনে নিতে আগ্রহ দেখাচ্ছে আইপিএল-এর অন্য একটি ফ্র্যাঞ্চাইজি। আগ্রহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে শামির সঙ্গে। এই নিয়ে বিরক্ত গুজরাত কর্তৃপক্ষ।  গুজরাত টাইটান্সের সিইও অরবিন্দর সিং ‘নিয়ম ভেঙে ছিনতাই’এর অভিযোগ এনেছে ওই ফ্র‍্যাঞ্চাইজির ওপর। অরবিন্দরের অভিযোগ, আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম না মেনে শামির দিকে হাত বাড়িয়েছে। বিষয়টি তাঁরা বোর্ড কর্তাদের জানিয়েছেন।

এই নিয়ে এক সাক্ষাৎকারে গুজরাত টাইটান্সের সিইও বলেছেন,”সব দলেরই অধিকার রয়েছে ভাল ক্রিকেটার নেওয়ার। দল শক্তিশালী করতে ভাল ক্রিকেটারদের নিতে পারে যে কোনও দল। শামি আমাদের হয়ে বেশ ভাল খেলেছে গত দু’বছর। গতবার আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিল। এবারের বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছে। শামি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।”

এরপরই তিনি আরও বলেন,”একটি ফ্র্যাঞ্চাইজজি সরাসরি শামির সঙ্গে যোগাযোগ করেছে। এটা মেনে নেওয়া যায় না। খেলোয়াড় কেনা বা বিক্রি করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা সবার মেনে চলা উচিত। এই ধরনের ঘটনায় বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছি। বোর্ড কর্তারা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলুন। তাঁরা ঠিক করে দিন, নিয়মের বাইরে গিয়ে এভাবে কোনও ক্রিকেটারকে কেনা যাবে কিনা।”

তবে কোন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি শামিকে দলবদলের প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে গুজরাত সিইও নাম প্রকাশ করতে চাননি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...