সদ্য শেষ হওয়া ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনী প্রতিশ্রুতিতে বাংলার প্রকল্পের অনুকরণের ছবি দেখেছে গোটা দেশ। এবার পশ্চিমবঙ্গের বহুল জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবেও সেই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জানালেন, নিজের ঘরের দুয়ারেই সরকারের সকল প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মানুষ। অবশ্য পাঞ্জাব সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে, ‘ভগবন্ত মান সরকার আপকি দুয়ার’।

বৃহস্পতিবার পাঞ্জাবের পাটিয়ালায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, “আমরা ‘ভগবন্ত মান সরকার আপকি দুয়ার’ নামের একটি প্রকল্প চালু করতে চলেছি রাজ্যে। যেখানে রাজ্য সরকারের ৪২ টি পরিষেবা পাওয়া যাবে। একইসঙ্গে একটি ফোন নম্বরও চালু করা হচ্ছে ১০৭৬। এই নম্বরে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেট নিতে পারবেন, কোনওরকম সার্টিফিকেট নিতে পারবেন এবং এই সমস্ত পরিষেবা আপনি আপনার বাড়ির দরজাতেই পাবেন।”

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে বাংলায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে সরকারি অফিসে গিয়ে দরজায় দরজায় ঘোরা নয়, সরকার বাড়িতে এসে দিয়ে যাবে পরিষেবা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প গোটা রাজ্যে বিপুল সাড়া ফেলে দেয়। রাজ্যের জনপ্রিয় সেই প্রকল্পই এবার পাঞ্জাবে চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। অবশ্য বাংলার প্রকল্পের অনুকরণ এই প্রথমবার নয়, সদ্য শেষ হওয়া মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে মহিলাদের ১ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে বিজেপি। এবার বাংলার প্রকল্প নিজ রাজ্যে অনুকরণের সিদ্ধান্ত নিল পাঞ্জাবের আপ সরকার।
