Friday, November 7, 2025

KIFF: ওটিটি ক্ষণিকের অতিথি না বিনোদনের ভবিষ্যত, উত্তর খুঁজল সিনে আড্ডা!

Date:

Share post:

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে বিনোদনের ভাষা (Language of Cinema)। আজকের সিনে জগৎ (Entertainment Industry) অনেক আধুনিক প্রযুক্তির সাহচর্যে মোড়া। করোনা ভাইরাস আমাদের নিউ-নরম্যাল জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। এখন মুঠোফোন আর অ্যাপের ঘেরাটোপে নিজেদের তরতাজা থাকার রসদ খুঁজে চলেছি আমরা। মিলছেও তা। কাজের ব্যস্ততা ভুলে সিনেমা হলে যাওয়ার থেকে কাজের ফাঁকে OTT প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিজ দেখে নেওয়াটা কেমন যেন ‘প্রয়োজনীয়’ হয়ে উঠেছে। তাহলে এটাই কি বিনোদনের ভবিষ্যত? ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (29th Kolkata International Film Festival) এই প্রশ্নের উত্তর খুঁজতে বসলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), ঋতিকা সেন (Rittika Sen), অদিতি রায় (Aditi Roy) ও উষশী রায় (Ushashi Roy)। পরিচালকদের তরফে উপস্থিত এই প্রজন্মের একঝাঁক তরুণ তারকারা। আজকের সিনে আড্ডায় (Cine Adda) নিজেদের কথা আর ভাবনাকে তুলে ধরলেন অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee), সৌরভ চক্রবর্ত্তী (Saurav Chakraborty), দেবালয় ভট্টাচার্য (Debalay Bhattacharya), ধ্রুব বন্দ্যোপাধ্যায়রা (Dhruba Banerjee)।

শুক্রবার মানেই নতুন সিনেমা মুক্তির দিন। তবে আজকাল এই দিনটায় শুধু সিনেমা নয় একাধিক সিরিজও মুক্তি পায়। সেই সব কিছু দেখার জন্য OTT প্ল্যাটফর্মের দিকে হাঁ করে চেয়ে থাকেন সিনেপ্রেমীরা। কিন্তু ওয়েব প্ল্যাটফর্মের জনপ্রিয়তায় সিঁদুরে মেঘ দেখছে মেইনস্ট্রিম ফিল্ম? একথা মানতে নারাজ ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ফিল্ম ফেস্টিভ্যালের ভিড় প্রমাণ করছে মানুষ এখনও হলে সিনেমা দেখতে ভালবাসেন। সৌরভ – দেবালয় বা অভিমন্যুদের কথায় কনটেন্ট থেকে বাজেট সবার কথা ভাবলে ওটিটির জনপ্রিয়তা আখেরে সিনেমা জগৎকেই সমৃদ্ধ করছে। স্বস্তিকা সব ফরম্যাটেই বেশ স্বচ্ছন্দ্য। সদ্য একটি ওয়েব সিরিজ করেছেন তিনি। তাঁর কথায় ভাল কাজ মানুষ দেখবেন। তবে সিনেমা বড়পর্দায় রিলিজ করার অনেক সীমাবদ্ধতা থাকে। কিন্তু OTT ব্যাপারটা সেদিক দিয়ে বৈচিত্র্য এনে দিচ্ছে দর্শককে। বিনোদন আর ব্যবসা দুটোই যদি বাংলা সিনে দুনিয়ার পক্ষে কথা বলে তাহলে তার থেকে ভাল আর কিছু হতে পারে না বলেই মত এই প্রজন্মের অভিনেত্রীদের। উষশী OTT নিয়ে বেশ আশাবাদী। কারণ অনেক নতুন মুখ আর ভাবনার জন্ম দিয়েছে এই প্ল্যাটফর্ম। সঞ্চালক পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dasgupta) নিজেও দুই ফরম্যাটের জন্যই কাজ করছেন।

শুক্রবারের সিনে সন্ধ্যায় সময় যত এগিয়ে যায় ততই ভিড় বাড়তে থাকে। কেউ সেলফি তো কেউ ভিডিও কলে ব্যস্ত। কেউ আবার সংবাদমাধ্যমের ক্যামেরা দেখলেই ধরা পড়ে যাওয়ার ভয়ে মুখ লুকোলেন।আজ বৃষ্টি নেই, তবে হালকা হিমেল আমেজে গরম চায়ের কাপ হাতে বাঙালির চলচ্চিত্র উন্মাদনা সত্যিই চোখে পড়ার মতো।

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...