সম্প্রতি অনুষ্ঠিত হল ২০২৩- এর তিলত্তমা সুন্দরী সৌন্দর্য প্রতিযোগিতা।। এটি অনুষ্ঠিত হল কলকাতার মোহিত মৈত্র মঞ্চে।।

জাস্টলিঙ্কন এর পক্ষ থেকে মডেল হিসেবে ছিলেন নিশা ঘোষ। তিনি জাস্টলিঙ্কন এবং তিলত্তমা সুন্দরী ছিলেন দীর্ঘ তিন বছর ধরে।। অনুপ কুমার সামন্তের অনু ‘জ ক্রিয়েশন দ্বারা এটি সংগঠিত হল।

গ্যালারি ক্রিয়েটর দ্বারা চালিত হল। বঙ্গসিমেটিক দ্বারা যুক্ত হল। গিফ্ট পার্টনার অলিভিয়া। ডিজাইনার প্রিতম পাল। মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন কাশ্মীরা মন্ডল।