গত সেপ্টেম্বরেই ১২ লক্ষ টাকা প্রতারণা অভিযোগ ওঠে, এবার নারকেলডাঙার প্রতারণার মামলায় মঙ্গলবার শিয়ালদহ আদালতে হাজিরা দিলেন বলিউডের অভিনেত্রী জারিন খান। ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালতে থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার শুনানির সময় তাঁকে হাজির থাকার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতোই এদিন সকালে কলকাতায় পা রাখেন সলমানের অভিনেত্রী। এদিন পরনে নীল টপ, সাদা নীলে স্ট্রাইপ প্যান্ট ও মুখে মাস্ক পরেই আদালত চত্ত্বরে হাজির হন জারিন। কাঠগড়ায়ও ওঠেন তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি নায়িকা।

২০১৮ সালে জারিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেই মামলাতেই জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ঘটনাটির তদন্তে নেমেছিল নারকেলডাঙার পুলিশ।
প্রসঙ্গত, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুজোমণ্ডপ উদ্বোধন এবং ছ’টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল ‘হাউসফুল ২’-খ্যাত অভিনেত্রী জারিনের। বলিউড অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি সংস্থা। ওই সংস্থার অভিযোগ, শহরে আসার জন্য জারিন এবং তাঁর ম্যানেজারকে অগ্রিম হিসাবে প্রায় ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। ৯ লক্ষ টাকা নগদে এবং ৩ লক্ষ টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল।

সংস্থার তরফে আরও জানানো হয়, যে দিন অনুষ্ঠান করতে আসার কথা ছিল, সে দিন পর পর অভিনেত্রীকে ছ’টি বিমানের টিকিট কেটে দেওয়া হয়েছে। সব ক’টি বিমানই তিনি মিস করেন। অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন মন্ত্রী, বিশিষ্টজনেরা। কিন্তু তিনি আসেননি। পরে ম্যানেজারের মাধ্যমে হুমকি দেন বলে অভিযোগ সংস্থার।
