Tuesday, January 13, 2026

পেশায় চিকিৎসক! পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্র.তিদ্বন্দ্বিতা করে নয়া নজির সাবিরার

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) প্রথম মহিলা (First Women), যিনি রক্ষণশীল এলাকা খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা থেকে নির্বাচনে লড়াই করবেন। আর নির্বাচিত হলেই নজির গড়ে পাক ন্যাশনাল অ্যাসেম্বলির (Pak National Assembly) সদস্যও হবেন এই হিন্দু তরুণী। নাম সাবিরা প্রকাশ (Sabira Prakash), পেশায় চিকিৎসক (Doctor)। বাবার নাম ওম প্রকাশ। অবসরপ্রাপ্ত চিকিৎসকের পাশাপাশি তিনি একজন হেভিওয়েট রাজনীতিকও। গত ৩৫ বছর ধরে বেনজির-বিলাবল ভুট্টোর দল পিপিপি-র (PPP) সক্রিয় কর্মী ওম প্রকাশ। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে ওম প্রকাশের কন্যা সাবিরা বুনের জেলার প্রতিনিধি হতে চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের সাধারণ নির্বাচনে এক-একটি আসনে একই রাজনৈতিক দলের একাধিক নেতা বা নেত্রী মনোনয়ন জমা দিতে পারেন। দলের শীর্ষ নেতৃত্ব এক জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিলে বাকিরা মনোনয়ন প্রত্যাহার করেন। তবে সাবিরার আশা, দলীয় নেতৃত্ব শেষ পর্যন্ত তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে টিকিট দেবেন। সাবিরা এক সাক্ষাৎকারে জানান, বর্ষীয়ান নেতারা তাঁর বাবাকে বলেছেন, তিনি যেন কোনও সাধারণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সূত্রের খবর, বুনের জেলার আসনটিতে শেষ পর্যন্ত অন্য কোনও জোরদার প্রার্থীকে জিতিয়ে এনে সংরক্ষিত আসনে সাবিরাকে আইনসভায় পাঠাতে পারে পিপিপি।

তবে সাবিরা জানান, তিনি তাঁর বাবার পথেই হাঁটছেন। মানবতার সেবা করাটা তাঁর রক্তে। ২০২২ সালে অ্যাবটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি। তবে রাজনীতিতে সাবিরা নেহাতই আনকোরা নন। তিনি বুনের জেলায় পিপিপি-র মহিলা সংগঠনের সাধারণ সম্পাদিকা। এদিকে স্থানীয় সমাজকর্মী ইমরান নোশাদ খান জানিয়েছেন, গত ৫৫ বছরে বুনের জেলা থেকে কোনও মহিলা ভোটে দাঁড়াননি। সাবিরাই প্রথম। হিন্দু ধর্মাবলম্বী হয়েও যে সম্পূর্ণ মুসলিম-অধ্যুষিত এলাকার পিকে-২৫ আসনটিতে মনোনয়ন জমা দিয়েছেন।

 

 

 

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে অভিযোগ করুন: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...