Saturday, August 23, 2025

সবুজ-মেরুনের দায়িত্ব ছাড়লেন কোচ জুয়ান ফেরান্দো

Date:

Share post:

চলতি আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্টের একের পর এক পরাজয় সবুজ-মেরুন সমর্থকদের ক্ষোভ ক্রমশ বাড়িয়ে তুলেছিল। গত কয়েকদিন ধরে ‘গো ব্যাক ফেরান্দো’ স্লোগানে ভরে উঠেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ। অবশেষে তিনি নিজেই পদত্যাগ করলেন।চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খারাপ করেনি মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, মাঝখানেই হয় ছন্দপতন। টানা তিন ম্যাচ হেরে দলের লজ্জার ভাঁড়ার একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। অবশেষে হারের দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করলেন দলের হেড কোচ জুয়ান ফেরান্দো।তার অনুপস্থিতিতে সবুজ-মেরুন ব্রিগেডের দায়িত্ব নিলেন আন্তোনিও লোপেজ হাবাস।

মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়েছে, ‘ইন্ডিয়ান সুপার লিগ জয়, ডুরান্ড কাপ জয় এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য জুয়ান তোমাকে ধন্যবাদ জানাই।’ যদিও এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি আসতে শুরু করেছে কমেন্টের বন্যাও। অন্যদিকে ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিস্তর জলঘোলা। আচমকা তিনি কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপাতত আইএসএল পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে মেরিনার্সরা। কেরালা ব্লাস্টার্সের থেকে তারা ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে। তবে বাগানের হাতে আরও দুটো ম্যাচ বাকি রয়েছে।ফেরান্দোর কোচিংয়ে মরশুমের শুরুটা বেশ ভালই করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, গত নভেম্বর মাস থেকেই বাগানের খারাপ সময় শুরু হয়ে যায়। প্রথমে এএফসি কাপের গ্রুপ পর্যায়েই লজ্জার হার। তারপর তো চলতি আইএসএলে হারের হ্যাটট্রিক।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...