Wednesday, January 14, 2026

সবুজ-মেরুনের দায়িত্ব ছাড়লেন কোচ জুয়ান ফেরান্দো

Date:

Share post:

চলতি আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্টের একের পর এক পরাজয় সবুজ-মেরুন সমর্থকদের ক্ষোভ ক্রমশ বাড়িয়ে তুলেছিল। গত কয়েকদিন ধরে ‘গো ব্যাক ফেরান্দো’ স্লোগানে ভরে উঠেছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ। অবশেষে তিনি নিজেই পদত্যাগ করলেন।চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খারাপ করেনি মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, মাঝখানেই হয় ছন্দপতন। টানা তিন ম্যাচ হেরে দলের লজ্জার ভাঁড়ার একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। অবশেষে হারের দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করলেন দলের হেড কোচ জুয়ান ফেরান্দো।তার অনুপস্থিতিতে সবুজ-মেরুন ব্রিগেডের দায়িত্ব নিলেন আন্তোনিও লোপেজ হাবাস।

মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়েছে, ‘ইন্ডিয়ান সুপার লিগ জয়, ডুরান্ড কাপ জয় এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য জুয়ান তোমাকে ধন্যবাদ জানাই।’ যদিও এই টুইট ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি আসতে শুরু করেছে কমেন্টের বন্যাও। অন্যদিকে ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিস্তর জলঘোলা। আচমকা তিনি কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আপাতত আইএসএল পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছে মেরিনার্সরা। কেরালা ব্লাস্টার্সের থেকে তারা ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে। তবে বাগানের হাতে আরও দুটো ম্যাচ বাকি রয়েছে।ফেরান্দোর কোচিংয়ে মরশুমের শুরুটা বেশ ভালই করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, গত নভেম্বর মাস থেকেই বাগানের খারাপ সময় শুরু হয়ে যায়। প্রথমে এএফসি কাপের গ্রুপ পর্যায়েই লজ্জার হার। তারপর তো চলতি আইএসএলে হারের হ্যাটট্রিক।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...