Monday, May 5, 2025

সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির, ইএসআই হাসপাতালেই রাত্রিবাসের সম্ভাবনা

Date:

Share post:

নিয়োগ কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, এদিন রাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রথমে সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা করা হয়। তারপরেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা। সূত্রের খবর, একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সুজয় ভদ্রের। সেই সময় উপস্থিত ছিলেন চোখ-কান-গলা বিশেষজ্ঞরাও। তবে শুধু সাউন্ড-প্রুফ নয়, ইকো-প্রুফ রুম তৈরি রাখা হয়েছিল জোকা ইএসআইতে। ভয়েস স্য়াম্পেল সংগ্রহ করার পর এবার তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ইডি সূত্রে খবর। বুধবার রাতেই কড়া নিরাপত্তা প্রহরায় তাঁকে নিয়ে জোকার (Joka) ইএসআই হাসপাতালে (ESI Hospital) পৌঁছয় ইডি। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অনুমতি সাপেক্ষে বুধবারই সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সন্ধেয় এসএসকেএমে (SSKM) পৌঁছন ইডির কর্তারা। নিয়ে আসা হয় অত্যাধুনিক ৫জি অ্যাম্বুলেন্স। এরপর বুধবার রাত সওয়া নটা নাগাদ ইডির কর্তারা জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান তাঁকে।

তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এদিন রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রের প্রথমে মেডিক্যাল টেস্ট হয়। আর তারপরই কণ্ঠস্বরের নমুনা দিতে সুজয়কৃষ্ণ সক্ষম বলে দাবি ইএসআই হাসপাতালের চিকিৎসকদের। তবে রাত বাড়ার কারণে কণ্ঠস্বর পরীক্ষার পর সুজয়কৃষ্ণকে এসএসকেএমে নিয়ে যাওয়ার পরিবর্তে ইএসআই হাসপাতালেই রাখা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

উল্লেখ্য, নিয়োগ মামলায় গত ৩০ মে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। অভিযোগ, গ্রেফতারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। এদিকে সুজয়কৃষ্ণ ভদ্রর কন্ঠস্বরের নমুনা নিতে কেন দেরি হচ্ছে তা নিয়ে মঙ্গলবার উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বুধবার তিনি তাঁর এজলাসে ইডির জয়েন্ট ডিরেক্টরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, গলার স্বরের নমুনা কীভাবে সংগ্রহ করতে হয় তা আদালতে এসে জানাতে হবে কোনও চিকিৎসককে। এ ব্যাপারে জোকার ইএসআই হাসপাতালকে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গড়তে হবে। এদিন সেই দলের প্রধানকে সাড়ে ৩টেয় এজলাসে এসে নমুনা সংগ্রহের পদ্ধতি জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার বিকেল ৫টা নাগাদ বিচারপতি সিনহার রুদ্ধদ্বার এজলাসে সেই শুনানি শেষ হয়। তারপরই এসএসকেএম হাসপাতালে পৌঁছয় ইডির তদন্তকারী দল।

 

 

 

 

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...