Monday, August 11, 2025

শান্তি বি.ঘ্নিত হওয়ার আ.শঙ্কা! অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চন্দ্রিমা ভট্টাচার্যের

Date:

Share post:

শাহজাহান শেখ (Sahjahan Seikh) নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টের (Post) জের। এবার বিজেপি নেতা অমিত মালব্যের (Amit Malviya) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মালব্যর পোস্টের কারণে রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে, সেই অভিযোগে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা।

ইতিমধ্যেই সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযানকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যে আচমকাই রবিবার সকালে অমিত মালব্য নিজের মর্জিমতো টুইট করেন, শাহজাহান শেখকে আড়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবরকম ব্যবস্থা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অভ্যস্ত। আগেও তিনি কিছু নেতাদের আড়াল করার চেষ্টা করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি। নিজের এক্স হ্যান্ডেলে অনুব্রত মন্ডল এবং মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি দিয়ে অমিত মালব্য লিখেছেন, বগটুই কাণ্ডের সময়ে অনুব্রত মন্ডলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। সেই অনুব্রত এখন জেলে। এই পোস্টের ভিত্তিতে চন্দ্রিমা ভট্টাচার্য নিমতা থানায় অভিযোগ জানান। মন্ত্রী চন্দ্রিমা বলেন, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতার ওই মন্তব্যে শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। আর সেকারণেই অমিত মালব্যর বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করা বাঞ্ছনীয়। পাশাপাশি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করবেও জানিয়েছেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্য জানান, যে ধরনের টুইট করেছেন অমিত মালব্য তার কোনও ভিত্তি নেই। যা মনে আসছে তাই টুইট করছেন। এতে অশান্তি ছড়াতে পারে। এই কারণেই আমি অভিযোগ করেছি।

 

 

 

 

spot_img

Related articles

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...