Thursday, May 15, 2025

হোয়াইট হাউসের গেটে গাড়ির ধাক্কা, প্রশ্নের মুখে বাইডেনের নিরাপত্তা

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কমপ্লেক্স হল হোয়াইট হাউস। আর হবে না-ই বা কেন! মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এটি। এবার সেই হোয়াইট হাউসের গেটে ধাক্কা মারল অজ্ঞাত পরিচিত একটি গাড়ি। বলা যায়, একেবারে গেট ভেঙে ভিতরের দিকে ঢুকে যায় গাড়িটি। জো বাইডেনের বাসভবন হোয়াইট হাউসের বাইরের দিকের গেটে ধাক্কা মারে গাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ।জানা গিয়েছে, একটি সাদা রঙের গাড়ি সজোরে ধাক্কা মারে হোয়াইট হাউসের গেটে।আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে যে সংস্থা সেই সিক্রেট সার্ভিসের আধিকারিকরা গাড়িটিকে ঘিরে ফেলে। এরপরই অভিযুক্ত চালককে হেফাজতে নেয় তারা।

হোয়াইট হাউসের গেটে অজ্ঞাত গাড়ির ধাক্কা মারার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। তবে সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই ঘটনায় জো বাইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ঘটনার সময় বাইডেন হোয়াইট হাউসে ছিলেন না বলে সিক্রেট সার্ভিস সূত্রে খবর। এটা নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি পেনসিলভেনিয়ার দিক থেকে আসছিল। চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মুখ্য জনসংযোগ আধিকারিক অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, আমরা এই ঘটনার তদন্ত করছি। গেটের সাথে গাড়ির সংঘর্ষের কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, ঘটনার সময় হোয়াইট হাউসে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এই ঘটনার জেরে পেনসিলভেনিয়া অ্যাভিনিউ সহ হোয়াইট হাউস চত্বরের কিছু রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

তবে এই ঘটনা নতুন নয়, এর আগে গত বছর মে মাসে একটি ট্রাক সজোরে ধাক্কা মেরেছিলো হোয়াইট হাউসের বাউন্ডারি ফেন্সিংএ। পৃথিবীর নিরাপদতম স্থানগুলোর মধ্যে অন্যতম হল হোয়াইট হাউস। নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ থাকে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন, নিশ্চিদ্র নিরাপত্তা এমনই যে মাছি গলতে পারে না সেখানে। আর সেখানেই একবছরের মধ্যেই দুবার একইরকম ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে বাইডেন সহ হোয়াইট হাউসের নিরাপত্তা ।

spot_img

Related articles

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...

দুমুখো ট্রাম্প, অ্যাপেলকে ভারতে কারখানা গড়তে না আমেরিকার

বাণিজ্য না করার হুমকি দিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করার পর এবার এদেশে অ্যাপলের জিনিস উৎপাদন না...