Sunday, January 11, 2026

‘বিলকিস’ হতে চান কঙ্গনা! বিজেপি বিরোধী গল্পে নারাজ বলিউড প্রযোজকরা?

Date:

Share post:

বলিউড ‘ক্যুইন’ বরাবরই বিজেপি ঘেঁষা বলে শোনা যায়। মোদি – শাহদের সমর্থনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রায়ই তাঁকে কথা বলতে শোনা যায়। তবে এবারের ঘোষণায় একটু যেন অন্য সুর। বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এবার বিলকিস বানো (Bilkis Bano) হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। না, চমকে যাওয়ার মতো কিছু নেই কারণ তিনি বিতর্কিত চরিত্র করতে ভালোবাসেন বলেই বিলকিসের জীবন পর্দায় তুলে ধরতে ইচ্ছেপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু যে মোদি রাজ্যের আদালতের সিদ্ধান্ত খারিজ হল এই মামলায় সেই মোদি ঘনিষ্ঠ কঙ্গনা এই চিত্রনাট্য নিয়ে এগোতে চাইছেন শোনা মাত্রই জল্পনা বাড়ছে বি টাউনে। যেহেতু বিলকিসের মামলার রায় দিয়েছিল বিজেপি শাসিত গুজরাট আদালত এবং পরবর্তীতে তারা ধাক্কা খায় তাই এই ধরনের চিত্রনাট্য কাজ করতে কোনও দেশি প্রযোজক আগ্রহী হচ্ছেন না বলে উঠছে অভিযোগ। অর্থাৎ প্রভাব খাটিয়ে শিল্পী সত্তাকে দমিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি?

২০২২ সালের ১৫ অগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিসকাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। কিন্তু যে নারকীয়, জঘন্য অপরাধ করেছেন ধর্ষকরা তাঁরা এভাবে খালাস পেয়ে গেলে সমাজ এর কী প্রভাব পড়বে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মামলা হয় শীর্ষ আদালতে। গত ৮ জানুয়ারি গুজরাট কোর্টের রায় খারিজ করে দেয় সুপ্রিম আদালত। অর্থাৎ, মুক্তি পাওয়া ওই ১১ জন ধর্ষককে আবার ফেরত যেতে হচ্ছে জেলে। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিলকিস।আদালতে এই বড় জয়ের পরে ইতিমধ্যে বলিউডে বিলকিসকে নিয়ে ছবি তৈরির আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেই আলোচনায় এগিয়ে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নায়িকা জানিয়েছেন চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। এবার শুধু কাজ শুরুর অপেক্ষা করছেন তিনি। কিন্তু এখানেও বিজেপি প্রভাব কাজ করছে বলে অভিযোগ করছেন কঙ্গনা। নামজাদা এক ওটিটি প্ল্যাটফর্ম নাকি তাঁর সঙ্গে কাজ করতেই রাজি নয়, কারণ তাঁকে নাকি ভারতীয় জনতা পার্টির সমর্থক বলে দাগিয়ে দিয়েছে সেই সংস্থা। তাহলে কি গেরুয়া রঙের কারণেই বিঘ্নিত কঙ্গনার শিল্পী সত্তা? উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...