Monday, August 25, 2025

বিমানের চেয়ে ১০ গুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সিতে কেন গোয়া যান সূচনা? উত্তর খুঁজছে পুলিশ

Date:

Share post:

সূচনা কাণ্ডে নয়া তথ্য! সস্তার বিমানের টিকিট পেয়েও ট্যাক্সিতেই যাওয়ার জন্য জোরাজুরি করেছিলেন বেঙ্গালুরুর স্টার্টআপ সিইও সূচনা শেঠ বলে দাবি গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টের কর্মীদের। কিন্তু কেন সস্তার বিমান পেয়েও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সিতে যাচ্ছিলেন সূচনা? অ্যাপার্টমেন্টের ম্যানেজার এরং কর্মীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

নিজের চার বছরের সন্তানকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরুর এক স্টার্টআপ সংস্থার কর্ণধার সূচনা শেঠ। উল্লেখ্য গত ৬ জানুয়ারি শনিবার ছেলেকে গোয়ায় ঘুরতে নিয়ে আসেন তিনি। ক্যান্ডোলিমে নামের একটি হোটেলে ওঠেন মা-ছেলে। কিন্তু সোমবার হোটেল থেকে চেক আউটের সময়ে তিনি একা ছিলেন। সঙ্গে ছিল একটি বড় ব্যাগ। হোটেল থেকেই একটি ট্যাক্সি বুক করে তিনি রওনা দেন বেঙ্গালুরুর উদ্দেশে। সূচনা হোটেলের ঘর ছাড়ার পর সেই ঘর পরিষ্কার করতে এসে মেঝেতে রক্তের দাগ দেখতে পান কর্মচারীরা। পুরো বিষয়টা হোটেল কর্তৃপক্ষকে জানান কর্মীরা। এরপরেই তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে যোগাযোগ করেন ওই ট্যাক্সি চালকের সঙ্গে। কর্নাটকের চিত্রদুর্গ থেকে ব্যাগে ছেলের দেহ সহ গ্রেফতার হন সূচনা শেঠ।

এই ঘটনার তদন্তে গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টের কর্মীঅ্যাপার্টমেন্টের ম্যানেজার পুলিশের কাছে দাবি করেছেন, বেঙ্গালুরুতে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলেছিলেন সূচনা। সস্তার বিমানের ভাড়ায় না গিয়ে বরং তার চেয়ে দশগুণ বেশি ভাড়া দিয়ে তাঁকে ট্যাক্সিতেই বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। এবং তিনি যে ট্যাক্সি ছাড়া অন্য কোনও উপায়ে যাবেন না, সে কথাও জানিয়ে দেন। অ্যাপার্টমেন্টের কর্মীদের আরও দাবি, সূচনার ‘জোরাজুরি’তে শেষমেশ ট্যাক্সি ভাড়া করা হয়। ৩০ হাজার টাকা ট্যাক্সিভাড়াতেও রাজি হয়ে যান কিন্তু কেন সস্তার বিমান পেয়েও ১০ গুণ ভাড়া দিয়ে ট্যাক্সিতে যাচ্ছিলেন সূচনা? অ্যাপার্টমেন্টের ম্যানেজার এরং কর্মীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন- র‍্যাকেট হাতে স্মিথ, ব্যাট হাতে জোকোভিচ, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...