Thursday, January 15, 2026

স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে আজ দুপুরে বিবেকানন্দের বাড়ি যাবেন অভিষেক 

Date:

Share post:

বাংলা তথা দেশের অন্যতম যুব আইকন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬২তম জন্মদিন উপলক্ষে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক বছর এই দিনটিতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ বছরও সেই সূচিতে কোনও বদল হচ্ছে না। সূত্রের খবর আজ দুপুর দুটো নাগাদ স্বামী বিবেকানন্দের বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে আজ দিনভর বাংলা জুড়ে দলের সর্বস্তরের নেতা- কর্মীরা একাধিক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছেন। পাড়া থেকে ক্লাব, প্রাইমারি থেকে হাইস্কুলেও এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বীর সন্ন্যাসীকে সোশ্যাল মিডিয়ায় প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক। গতবছর সিমলা স্ট্রিটে বিবেকানন্দের মূর্তিতে মালায় দেওয়া পাশাপাশি, সেখানকার শিবমন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। রামকৃষ্ণ পরমহংস ও মা সারদার প্রতিকৃতিতেও মালা দেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে আজ সকাল থেকেই রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হচ্ছে। বেলুড় মঠে সর্বদাই স্বামীজির জন্মতিথি উৎসব পালিত হয়। কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্ম হয়েছিল নরেনের। সেই সময়কে মাথায় রেখে চলতি বছরের ২ মার্চ বিবেকানন্দের আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হবে দেশের সব রামকৃষ্ণ মঠ মিশনে। তবে আজ সকাল থেকে ভক্তরা ধীরে জমিয়েছেন বেলুড় মঠে। আজ শ্রীরামকৃষ্ণের পুজোর পর বিবেকানন্দের স্তব গান এবং ধর্মসভার আয়োজন করা হয়েছে। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সকাল থেকেই উপচে পড়া ভিড় মঠ প্রাঙ্গণে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...