Tuesday, January 13, 2026

ভারত বি.রোধিতার খেসারত! মালদ্বীপের গুরুত্বপূর্ণ নির্বাচনে গোহারা হার মুইজ্জুর দলের

Date:

Share post:

ভারত (India) বিরোধিতার জের! আর তার ফল যে হাতেনাতে মিলবে তা হয়তো দুঃস্বপ্নে ভাবতে পারেননি মালদ্বীপের প্রেসিডেন্ট (Maldives President)। এবার মালদ্বীপের মেয়র নির্বাচনে (Mayor Election) লজ্জাজনক হার মহম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) দলের। কয়েকমাস আগেই মলদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মুইজ্জু। আর মুইজ্জুর সেই পিপলস ন্যাশনাল কংগ্রেসই এবার মুখ থুবড়ে পড়ল মালের মেয়র নির্বাচনে। সোলির মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি (MDP) প্রার্থী অ্যাডাম আজিম এই নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বলে সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে মলদ্বীপের সংবাদমাধ্যমের  রিপোর্ট অনুযায়ী, মুইজ্জুর দলের প্রার্থী আইশাঠ অজিমা শকুর সেদেশের প্রধান বিরোধী দলের থেকে অনেকটাই বড় ব্যবধানে হেরেছেন বলে খবর।

উল্লেখ্য এমডিপি নেতা আদম যে পদে নির্বাচিত হলেন, সেই পদেই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন মুইজ্জু। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে ওই পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার সেই পদেই ভারতপন্থী বলে পরিচিত অ্যাডাম মেয়র হিসাবে ৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। আর নির্বাচনে জয়ী হতেই রাজধানী শহর মালের নির্বাচনে জিতে শহরটির মেয়র হলেন অ্যাডাম। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারত বিরোধিতার জেরেই চরম চাপে পড়েছেন মুইজ্জু ও তাঁর দল। অন্যদিকে এই জয়ে নতুন করে এমডিপি যে বাড়তি অক্সিজেন পেল তা আর বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত সরকারে অন্যতম সংখ্যাগরিষ্ঠ তারাই।

শনিবারই চিন সফর শেষে মালদ্বীপে পৌঁছন মুইজ্জু। দেশে ফিরে তিনি ভারতের বিরুদ্ধে পরোক্ষভাবে তোপ দেগে বলেন, “যে কেউ মালদ্বীপকে এসে বকাঝকা করে যেতে পারে না। আমরা এই সাগরের ছোট দ্বীপ হতে পারি, কিন্তু আমাদেরও প্রায় ৯ লক্ষ বর্গ কিলোমিটারের অর্থনৈতিক জোন রয়েছে। আর এই সমুদ্র কোনও এক নির্দিষ্ট দেশের নয়। তাঁর এহেন আক্রমণাত্মক বক্তব্যের ফলই মুইজ্জু পেলেন হাতেনাতে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লাক্ষাদ্বীপ সফরকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের মন্তব্যর পর ‘বয়কট মালদ্বীপ’-এর ডাক দিয়েছেন অনেকে।

 


spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...