Sunday, November 9, 2025

বড়সড় আর্থিক দু.র্নীতি! লোকসভা ভোটের আগে মহা ফ্যাসাদে বিজয়ন কন্যা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে বড় বিপাকে পড়লেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। এবার তাঁর মেয়ে টি বীণার (T Veena) বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল মোদি সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। বীণার বিরুদ্ধে অভিযোগ, তাঁর মালিকানাধীন সংস্থা এক্সালজিক একটি সংস্থার সঙ্গে বেআইনি লেনদেন করেছে। আর সেকারণেই শুক্রবার রাতে ঘটনার তদন্তের নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রকের। চার মাসের মধ্যে তদন্ত রিপোর্ট (Report) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজয়ন কন্যার বিরুদ্ধে অভিযোগ, তাঁর সংস্থা কোনওরকম পরিষেবা না দিয়েই সিএমআরএল (CMRL)-এর থেকে মাসিক পেমেন্ট হিসাবে ১.৭২ কোটি টাকা আত্মসাৎ করেছে।

এমন ঘটনার পর বীণার সংস্থার বিরুদ্ধে রেজিস্ট্রার অফ কোম্পানিজে জমা পড়ে অভিযোগ। তারপর বেঙ্গালুরুতে রেজিস্ট্রার অফ কোম্পানিজ এই নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করতেই এক্সালজিকের বিরুদ্ধে আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসে। এরপরই এক্সালজিকের বিরুদ্ধে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রের আয়কর বোর্ড। তবে শুধুমাত্র বীণার সংস্থাই নয়, কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (KSIDC) ও সিএমআরএল (CMRL)-এর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সিএমআরএল ও কেএসআইডিসি, উভয়কেই তাদের বক্তব্য জানানোর জন্য আগে নোটিশ দেওয়া হয়েছিল। সিএমআরএল মাসিক টাকা দেওয়া সংক্রান্ত বিষয়টি নিয়ে যে উত্তর দিয়েছে, তা অস্পষ্ট বলে খবর। অন্যদিকে, কেএসআইডিসি কোনও উত্তরই দেয়নি বলে অভিযোগ। এরপরই এক্সালজিক, সিএমআরএল ও কেএসআইডিসি সংস্থাগুলির লেনদেন নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। তবে বিষয়টি সামনে আসতেই সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজয়ন সরকারই বীণাকে বেআইনিভাবে উপকার ও বেআইনিভাবে অর্থ পাইয়ে দিয়েছে। যা ঘটেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তদন্ত হলে শীঘ্রই আসল সত্য সামনে আসবে।


spot_img

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...