Wednesday, August 27, 2025

কুণাল ঘোষের মানহানির মামলায় শিশির অধিকারীকে সমন, সশরীরের হাজিরার নির্দেশ

Date:

Share post:

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সম্পর্কে কুৎসিত মন্তব্য করে ফেঁসে গেলেন সাংসদ শিশির অধিকারী (Shishir Adhikari)। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, শিশিরকে সমন করলেন ১৯ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট। ১১ মার্চ সাংসদকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে ফেসবুকে সাংসদ শিশির অধিকারীর একটি বক্তব্য পোস্ট করা হয়। সেখানে শোনা যায়, কুণাল ঘোষের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা প্রয়োগ করছেন প্রবীণ সাংসদ। এর জেরে শিশির অধিকারী-সহ ৩ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান কুণাল। কিন্তু তার পরেও অভিযুক্তদের তরফে কোনও হেলদোল দেখা যায়নি। এর পরেই চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটের কাছে মামলা দায়ের অনুমতি চান কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। সেই মতো এদিন ১৯ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলার শুনানি হয়। তৃণমূল মুখপাত্রের থেকে বিষয়টি শোনেন ১৯ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট। অয়ন জানান, ৫০০ ধারা, ১২০-বি ধায়ায় শিশির-সহ ৩ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। ১১ মার্চ তাঁদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে শুধু আমাকে নয়, অমিত শাহকেও কুৎসিত আক্রমণ করেছেন শিশির অধিকারী, সাংসদ, শুভেন্দুর বাবা। তাঁর কথায়, বঙ্গ বিজেপির কীর্তিকলাপ জানিয়ে অমিত শাহর কাছে চিঠি লিখেছিলেন কুণাল। সেই চিঠি গ্রহণ করে তার জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পরেই আরও খেপে যায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। কুণাল ঘোষকে চরম নোংরা ভাষায় আক্রমণ করেন শিশির অধিকারী। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন কুণাল। সেই মামলাতে শিশির-সহ ৩ জনকে সমন করা হয়েছে।


spot_img

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...