প্রজাতন্ত্র দিবসের নাশকতার ছক কষছেন জঙ্গিরা! গোয়েন্দা সূত্রে এই রিপোর্ট উঠে আসার পরই পাক সীমান্তে সতর্কতা বাড়ালো বিএসএফ। সূত্রের খবর সাধারণতন্ত্র দিবস (Republic Day) ও রামমন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration)-আগামী কয়েকদিনে দুটি অনুষ্ঠানে জঙ্গি হামলার ছক কষতে পারে সন্ত্রাসবাদীরা, আশঙ্কা করছেন গোয়েন্দারা। চার রাজ্যের পাক সীমান্তে শুরু হয়েছে ‘অপারেশন সর্দ হাওয়া’, সতর্ক বিএসএফ।

পাকিস্তান রেঞ্জার্স ও আইএসআইইয়ের মদতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে বলে ইতিমধ্যেই খবর মিলেছে।এমনকি খলিস্তানিদের সঙ্গেও যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক। ইতিমধ্যেই পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও কাশ্মীর-চার রাজ্যের পাক সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা।প্রতি বছরই সাধারণতন্ত্র দিবসের আগে ১০ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয় বিএসএফে। এবার তা বাড়িতে ১৫ দিনের জন্য বাড়তি সতর্কতা জারি হয়েছে।
