Friday, November 14, 2025

প্রাথমিক নিয়োগ মামলার তদন্তে আ.শঙ্কা! পার্থ-রাজীবকে একযোগে তলব ইডির

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলার (Primary Recruitment) টাকা ব্যবহার করা হয়েছে প্রমোটিং ব্যবসায় (Promoting)। সেই আশঙ্কা থেকেই এবার ব্যবসায়ী রাজীব দে (Rajib Dey) ও কাউন্সিলর পার্থ সরকারকে (Partha Sarkar) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। ইডির দাবি, ব্যবসায়ী রাজীব তাঁর প্রোমোটিং সংস্থার মাধ্য়মে নিয়োগ মামলার টাকা সাদা করা হয়েছিল। কিন্তু এর কোনও তথ্য এখনও পর্যন্ত হাতে পায়নি ইডি। আর সেকারণেই ব্যবসায়ী রাজীবকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। সেকারণে তাঁকে আবারও তলব করল ইডি। ইডি সূত্রে খবর, গত ১২ বছরে সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের সমস্ত নথি-সহ পার্থকে আসতে বলা হয়েছে।

বেহালার বাসিন্দা পার্থ সরকারকে গত মাসেই সমন নোটিশ পাঠায় ইডি। প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তে এর আগেও পার্থ সরকারের বাড়িতে গিয়ে তল্লাশিও চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ইডি আরও জানাচ্ছে, হাজিরার জন্য ৩ সপ্তাহ সময় চেয়েছিলেন পার্থ। সেই সময় শেষ হয়েছে। তাই তাঁকে নতুন করে নোটিশ পাঠিয়ে আগামী সপ্তাহে ইডি দফতরে হাজির থাকতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, নিয়োগ মামলার একাধিক তথ্যপ্রমাণ সামনে রেখে পার্থ সরকারকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এছাড়া তাঁর  হাত থেকে কত টাকা ঠিক কোথায় কোথায় পৌঁছেছে সেই হিসাব জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিকে ইডি চার্জশিটে উল্লেখ করেছে, নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের মিডলম্যান হিসাবে কাজ করতেন এই পার্থ।

 

 

 

 

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...