Wednesday, November 12, 2025

মন্দিরে গিয়ে কন্যাদান! কার পিতার ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

Date:

Share post:

নিঃসন্তান হয়েও কন্যার পিতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালার গুরুভায়ুরে (Gurubhayur) এক কন্যার বিয়েতে কন্যাদানের মধ্যে দিয়ে নতুন পরিচয় পেলেন তিনি। এমনকি রীতি অনুসারে রীতিমত গলবস্ত্র হয়ে অতিথিদের সেবাও করতে দেখা গেল তাঁকে। মন্দির রাজনীতিতে অভ্যস্থ প্রধানমন্ত্রী এ হেন পরিস্থিতিতে থেমে যাওয়ার মানুষ কখনই নন। ফলে তিনি রীতিমত উপভোগ করলেন গোটা পর্ব।

বর্তমানে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য ও প্রসিদ্ধ তীর্থস্থানগুলিতে দর্শন সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালা সফর চলাকালীন তাঁর আমন্ত্রণ ছিল কেরালার বিখ্যাত অভিনেতা সুরেশ গোপীর মেয়ের বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেন কেরালার ঐতিহ্যবাহী (traditional) পোশাকে। গায়ে শার্ট, পরণে সোনালী চেকের লুঙ্গির মতো করে পরা ধুতি, গলায় সোনালী চেকের কাপড়। কেরালায় এভাবেই মেয়ের বিয়ের সময় উপস্থিত থাকতে হয় মেয়ের বাবাকে। সুরেশ গোপীর মেয়ের বিয়েতে তাঁর বাবার ভূমিকাতেই মনে মনে বসিয়ে ছিলেন প্রধানমন্ত্রী।

সুরেশ গোপী বিজেপির প্রাক্তন সাংসদ। সেই সূত্রে দিল্লিতে সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে আগে সাক্ষাৎও করেছিলেন অভিনেতা সাংসদ। সেই সূত্রে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পুরোনো যোগাযোগ। তাঁরই মেয়ের বিয়েতে কেরালার গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে এসে নিজে পাত্রী ও পাত্রের হাতে মালা তুলে দেন। সেই মালাতেই মালাবদল পর্ব সারা হয়। বিবাহ পর্বের সময় মণ্ডপের পাশে ঠায় দাঁড়িয়েও থাকেন। বিবাহ পর্বের শেষে নববিবাহিত দম্পতি আশীর্বাদ নিতে প্রধানমন্ত্রীর পা ছোঁয়। তখন পাত্রের হাতে পাত্রীর হাত তুলে দিয়ে নিজের দুহাতে মধ্যে রেখে কন্যাদান পর্ব শেষ করেন।

প্রধানমন্ত্রীই ছিলেন সুরেশ কন্যার বিয়ের প্রধান অতিথি। তবে তিনি ছাড়াও দক্ষিণের বেশ কিছু সুপারস্টারকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...