Friday, August 22, 2025

কে থামায় কাকে, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

কে থামাবে নাচ ?
মেতেছে নটরাজ !

মায়াবী রাত । মঞ্চে নৃত্যরত শিল্পী । নাচের অপরূপ ছন্দে যেন দুলছে জন্ম-মৃত্যু , সমগ্র চরাচর । সহসা সবাইকে চমকে দিয়ে মঞ্চে উঠে পড়লো একদল দুষ্কৃতী । প্রথমে শিল্পীর দুটো হাত কেটে ফেললো তারা । তবু নাচ থামলো না । তারপর কাটলো দুটো পা । তাতেও নড়তে লাগলো মঞ্চে পড়ে থাকা ধড়সহ মাথা । এবার বিচ্ছিন্ন করা হলো ধড় ও মাথা । মঞ্চ জুড়ে রক্তের বিছানায় পড়ে রইলো কাটা মুণ্ডু , ধড় এবং কাটা হাত ও পায়ের টুকরোগুলো । কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলো তাতা থৈ । আর তারপর , কী আশ্চর্য ! নড়ে উঠলো একটা কাটা হাত। নাচের ছন্দে দুলতে লাগলো । তারপর একে একে সবকটা বিচ্ছিন্ন অঙ্গ নানা ভঙ্গিতে , নানা মুদ্রায় দুলতে লাগলো । যেন নতুনভাবে নতুনরূপে শুরু হলো নাচ । যেন একটা ভয়ঙ্কর দু্ঃস্বপ্ন ভেঙে জেগে উঠলো পৃথিবী ।

রোমহর্ষক এই নৃত্যায়নের স্রষ্টা বিশ্ববিশ্রুত মাইকেল জ্যাকসন। নাচের দৃশ্যায়নে তিনি যা মূর্ত করেছেন , তা বাস্তবে অসম্ভব । কিন্তু এই বিষয়বস্তু থেকে যেটি শেখার , তা হলো , শিল্পীর মৃত্যু আছে কিন্তু শিল্প মৃত্যুহীন। জীবনব্যাপী শিল্পসাধনায় নিমগ্ন একজন শিল্পীর রক্তে , অস্থিমজ্জায় , শিরা-উপশিরায় , কোষে কোষে অর্থাৎ সমগ্র অস্তিত্বে মিলেমিশে একাকার হয়ে ওঠে শিল্পকলা । তাই শিল্পীকে থামিয়ে দেওয়া গেলেও শিল্পকে থামানো যায় না । শিল্পীর শিল্পবোধ এবং শিল্পস্বত্বা অনির্বাণ ।

পরাবাস্তব , মায়াবাস্তব থেকে অতিবাস্তবে ফেরা যাক ।‌ বাস্তবেও এমন নানা ঘটনা ঘটে , বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করা যায় না । আসলে কোনও একটি শিল্প নিয়ে দিনরাত পড়ে থাকলে , মানে সেই নির্দিষ্ট শিল্পটি নিয়ে চর্চা ও অনুশীলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছোলে সেই শিল্পটি শিল্পীর শরীরে ঢুকে যায় । চৈতন্য অচৈতন্য সব পার ক’রে ঘিরে থাকে ।‌ সমস্ত অস্তিত্ব জুড়ে বিরাজ করে ঘুমে ও জাগরণে । শক্তি চট্টোপাধ্যায় বলতেন , যখন লিখি তখন একটা ঘোরের মধ্যে থাকি , লেখার ঘোর লাগে ।‌ ঘোর ভেঙে গেলে লেখা থেমে যায় ।
এ এক আশ্চর্য ঘোর যা বোধের অতীত ।

এমনই আরেক ঘটনার কথা লিখেছেন বাংলা সাহিত্যের এক বিখ্যাত লেখিকা । ঘটনাটি শুনিয়েছেন তবলিয়া সুরেশ তলওয়ালকর । সুরেশ ছিলেন কিংবদন্তি তবলা শিল্পী উস্তাদ আল্লারাখা খান কুরেশীর শিষ্য । একদিন তিনি গুরুর কাছে গেছেন সারাদিন ধরে গুরুসেবা করবেন বলে । গুরুকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন । গানবাজনার চর্চা ও আলোচনা তো চলছেই । রাত হয়ে গেছে এই করতে করতে । গুরু ও শিষ্য মিলে খুব তবলা বাজিয়েছেন । এবার গুরু আল্লারাখাকে ঘুম পাড়িয়ে বাড়ি ফিরবেন শিষ্য । তিনি ইতিমধ্যেই গুরুকে বিছানায় শুইয়ে চাদর টেনে দিয়েছেন । ঘুমোনোর মুহূর্ত পর্যন্ত বোলতাল মুখে মুখে বলে যাচ্ছেন গুরুজী । থামার নাম নেই । তখন শিষ্য সুরেশ বললেন , ‘ গুরুজী , এবার আপনি ঘুমিয়ে পড়ুন । আপনার বিশ্রাম দরকার । ‘

এরপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন আল্লারাখা । কিন্তু অচিরেই ওঁর আঙুলগুলো নড়তে লাগলো , তবলায় বোল ফোটানোর মতো নাচতে লাগলো । তাঁর হাতের আঙুল সজ্ঞানে তবলায় যেমন ঝড় তোলে , ঘুমের ঘোরেও তেমনি দ্রুত ছন্দে নাচতে লাগলো । ঘোড়া ছোটার মতো যেন ছুটতে লাগলো আঙুলগুলো ।
দুহাতে যেন ঝড়ের গতি । বাতাসে যেন অশ্রুত তবলা বাজাচ্ছেন তিনি । কী অদ্ভুত ! পরিপূর্ণ ঘুমে বিভোর একটি মানুষের আঙুলগুলো যেন থামতেই চাইছে না । একি আশ্চর্য ঘটনা ! কিন্তু আশ্চর্যের তখনও কিছু বাকি ছিল । শিষ্য সুরেশ তখন মরিয়া হয়ে গুরুর দু’হাতের আঙুলগুলো নিজের বুকে চেপে ধরে থামানোর প্রাণপন চেষ্টা করলেন । একসময় আঙুল নড়া বন্ধ হয়ে গেলো ।

কয়েক মিনিট সব কিছু থেমে থাকলো । কিন্তু তারপর ? তারপর একি দেখছেন সুরেশজী ? এ যে অবিশ্বাস্য !
তিনি দেখলেন ধীরে ধীরে আল্লারাখার পায়ের আঙুলগুলো নড়তে লাগলো । তিনি যেন পায়ের আঙুল দিয়ে হাতের আঙুলে বোল তোলার অনুভব ব্যক্ত করতে লাগলেন । যে অনুভব আসলে একটা শরীরী অনুভব। গভীর ঘুমে আচ্ছন্ন আল্লারাখার মনে-মননে , অনুভবে-উপলব্ধিতে , চেতনায় এবং সমগ্র অস্তিত্ব জুড়ে তবলা ছাড়া আর কিছু তো নেই । তাঁর জীবন মরণ সবকিছুই তো আটঘাটে বাঁধা। তবলাই তাঁর জগত , তাই এমন ঘটলো ।‌ হাতের আঙুল বাধা পেলে পায়ের আঙুল , পায়ের আঙুল বাধা পেলে তাঁর মাথা সহ সারা শরীর তবলা বাজাতে চাইবে । এ সাধনা অন্তহীন । প্রকৃত সাধক না হলে এমন হয় না ।

এবার ‘ চিল্লা ‘ নিয়ে কিছু কথা। চিল্লা শব্দের অর্থ চল্লিশ। শব্দটি ফার্সি শব্দ ‘ চেহেল ‘ থেকে এসেছে । আরবি ভাষাতেও চিল্লার একই অর্থ । এটি সুফি জীবনধারায় প্রচলিত প্রায়শ্চিত্য ও নির্জনতা বিষয়ক আধ্যাত্মিক চর্চা , যা ভারতীয় ও ফারসি ঐতিহ্যে বহুলভাবে পরিচিত । এই রীতিতে একজন ধ্যানস্থ মানুষ বা সন্ন্যাসী মাটিতে একটি চক্রাকার সীমারেখা এঁকে তার মধ্যে বসে ধ্যানচর্চা করে ।‌ এটি করা হয় শিয়াদের আরবাঈন বা চেহলোম উৎসবের অনুকরণে ৪০ দিন একটানা অনশনের মাধ্যমে । চেহলোম উৎসব আশুবার ৪০ দিন পর হোসাইন ও তাঁর পরিবারের মৃত্যুর চল্লিশা হিসেবে তাঁদের স্মরণে ইরানের শিয়া সম্প্রদায়ের মধ্যে উদযাপিত হয়ে থাকে । চিল্লা সাধারণত চিল্লাখানা নামক একটি নির্জন কক্ষে ( স্থানে ) পালন করা হয় ।

প্রাচীন ভারতের সঙ্গীত আচার্যবৃন্দও চিল্লার অনুকরণে তাঁদের শিষ্যদের অন্তরে সঙ্গীতবোধ উদ্বোধিত করার লক্ষ্যে চিল্লা বাধ্যতামূলকভাবে চালু করেছিলেন । তাতে নির্দিষ্ট একটি সুর , তান অথবা তাল টানা ৪০ দিন ধরে রেওয়াজ করতে হতো শিষ্যদের । কঠোর নিয়মানুবর্তিতা ও নিবিড় নিবিষ্টতায় একটি নির্জন কক্ষে একটানা ৪০ দিন ধরে একটি নির্দিষ্ট বিষয়ের চূড়ান্ত অনুশীলনের এই পর্বটি অবশ্যই সাধনার পর্যায়ে পড়ে । চিল্লা করার পর একজন শিষ্যের জীবনবোধের বিরাট বদল ঘটে যায় । ‘ মরা ‘ কখন যেন ‘ রাম ‘ হয়ে ওঠে । দস্যু রত্নাকর হয়ে ওঠেন ঋষি বাল্মীকি । এই দীর্ঘ সাধনপথ অতিক্রম করা বড়ো সহজ নয়। এই তপস্যা কঠোর কৃচ্ছসাধনের । ঋষিপ্রতিম আল্লারাখা তালবাদ্য তথা সঙ্গীতের এই সুদীর্ঘ সাধনপথ অতিক্রম ক’রে সিদ্ধিলাভ করেছিলেন । তাই তাঁর সমগ্র অস্তিত্বে বাসা বেঁধেছিল তাঁর ভালোবাসার তবলা । তাঁর জীবন , তাঁর বেঁচে থাকার প্রাণবায়ু হয়ে উঠেছিল প্রিয়তম বাঁয়া-তবলা ।

আরও পড়ুন- ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার ও ভোটদানে উৎসাহ প্রদান, কমিশনের পুরস্কার পাচ্ছেন তিন জেলাশাসক

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...