Friday, November 14, 2025

প্রথম দুই টেস্টে না খেলার কথা রোহিতকে জানিয়ে ছিলেন বিরাট

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক , যা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিরাট যে প্রথম দুই টেস্টে খেলতে পারবেন না, তা আগে জানিয়েছিলেন রোহিত শর্মাকে। প রে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এবং জাতীয় নির্বাচকদের।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, ‘‘কোহলি প্রথম রোহিতের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেছে। কারণ রোহিত দলের অধিনায়ক। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলেছে। দল থেকে ছুটি পাওয়া পর নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে। কোহলির কাছে সব সময় জাতীয় দল প্রাধান্য পেয়েছে। কিন্তু হঠাৎ একটা সমস্যা তৈরি হয়েছে। সেখানে ওর উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। বাধ্য হয়েই দুটো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে কোহলিকে।’’

এদিন হঠাৎই ব্যক্তিগত কারণের জন্যই প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ান বিরাট।বিরাটের সরে দাঁড়ানোর কথা জানায় বোর্ড। অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ডের কাছে ব্যক্তিগত কারণের জন্য অনুপস্থিতির কথা জানিয়েছেন বিরাট। বোর্ড তাঁর এই অনুপস্থিতি মঞ্জুর করেছে। তবে ঠিক কী কারণে কোহলি হঠাৎ সরে দাঁড়ালেন, তা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। কোহলির পরিবর্ত হিসাবে কারও নাম ঘোষণা করেননি নির্বাচকেরা। দলে বিরাট কোহলির মত তারকা ব্যাটার না থাকা সত্যি চিন্তার বিষয়। সে ক্ষেত্রেও নির্বাচকরা দলের বাকি প্রতিভাবান খেলোয়াড়দের উপরই আস্থা রাখছে।তবে বিরাটের ব্যক্তিগত কারণ গোপনীয়তার জন্য সংবাদ মাধ্যম এবং ভক্তদের অনুরোধ করেছে বোর্ড।

আরও পড়ুন- আগামিকাল ভারতের সামনে সিরিয়া, ম্যাচ নিয়ে কী বললেন স্টিম্যাচ?


spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...