Friday, August 22, 2025

জেদের কাছে পিছু হটল‌ কেন্দ্র, বাবা-মায়ের সঙ্গে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি রওনা কিশোর বিজ্ঞানী অভিজ্ঞানের

Date:

Share post:

অবশেষে দিল্লির কুচকাওয়াজে “বিশিষ্ট অতিথি” হিসাবে উপস্থিত থাকবেন কিশোর বিজ্ঞানী অভিজ্ঞান। বাবা মায়ের সঙ্গে ২৫ জানুয়ারি দিল্লির উদ্দেশ্যে বিমানে চড়বে ১৬ বছরের এই কিশোর। হুগলি কলেজিয়েটের একাদশ শ্রেণীর ছাত্র অভিজ্ঞানকিশোর দাসকে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রকের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
যদিও সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অভিজ্ঞানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। কারণ হিসাবে সংশ্লিষ্ট মন্ত্রক ১৬ বছরের এই কিশোরকে শর্ত দিয়েছিল সস্ত্রীক অথবা একা আসতে হবে। উত্তরে অভিজ্ঞান ইচ্ছে প্রকাশ করেছিল – “বাবা-মা অথবা অন্তত তাঁদের একজনকে সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হোক”।

মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সেরা প্রায় ১০০জন কীর্তিমান “উদ্ভাবক ও মেধাসম্পদ” অধিকারীর মধ্যে অভিজ্ঞান অন্যতম। গত অক্টোবরে তার একাধিক যুগান্তকারী উদ্ভাবনের জন্য তাকে “ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ডে” ভূষিত করে। এই মেধাবী কিশোর – পুরস্কার প্রাপকদের মধ্যে দেশে কনিষ্ঠতম এবং একমাত্র বাঙালি উদ্ভাবক। কি করে একজন বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রিত ১৬ বছরের কিশোরের “বউ না থাকার” কারণে একা দিল্লি যাত্রা সম্ভব?সেই প্রশ্নও উঠতে শুরু করে।এরপরই নড়েচড়ে বলে দিল্লি।গতকালই অভিজ্ঞানকে ফোনে জানানো হয় যে অভিভাবক সহ দিল্লি আসতে পারে সে।কুচকাওয়াজের পর, মন্ত্রীরদের সঙ্গে চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে।

স্বভাবতই, শেষ মুহূর্তে দিল্লি যাত্রা নিশ্চিত হওয়াতে খুশির হাওয়া চুঁচুড়া নারকেল বাগানের দাস পরিবারে। অভিজ্ঞান জানান, ” দিল্লি সাধারণতন্ত্র দিবসে বিশিষ্ট অতিথি আসন গ্রহণ, সঙ্গে বিশিষ্টদের সাথে চা-চক্রে অংশগ্রহণ এবং সংক্ষিপ্ত দিল্লি ভ্রমণের সুযোগে আমি গর্বিত। অভিজ্ঞানের মা প্রিয়াঙ্কাদেবী জানান, ” অবশেষে পুত্রের ইচ্ছার সম্মতি দিল। অভিজ্ঞানের এই যাত্রা নিয়ে আমরা কোনও বিতর্ক চাইনি। অভিজ্ঞানের এই সাফল্য শুধু তার নয় এই বাংলার সমস্ত মানুষের।

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...