Wednesday, May 7, 2025

হিং.সায় উস্কানি মামলায় বেকায়দায় রাহুল! সিআইডিকে তদন্তভার হিমন্ত পুলিশের

Date:

Share post:

বুধবারই হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধীকে (Rahul Gandhi) গ্রেফতারের কথা জানিয়েছিলেন। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বড় সমস্যায় পড়লেন সোনিয়া তনয়। বুধবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sarma) হুঁশিয়ারি দিয়ে বলেন, লোকসভা নির্বাচনের (Loksabha Election) পর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে। আর সেইকথা মতোই এবার মামলার তদন্তভার গেল সিআইডির (CID) হাতে। ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে অসমে প্রবেশ করতেই শুরু হয় অশান্তি। ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এবার সেই মামলা সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ (Assam Police)।

বৃহস্পতিবার, অসম পুলিশের প্রধান জিপি সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিআইডির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা দু’বার ভারত জোড়ো ন্যায় যাত্রার উপরে হামলা চালিয়েছে। সেক্ষেত্রে পুলিশ নীরব দর্শক হয়ে দাড়িয়ে থেকেছে। এদিকে রাহুল গান্ধী-সহ দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ।

মঙ্গলবারই ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করে গুয়াহাটিতে। এরপরই আইন-শৃঙ্খলার কারণে পুলিশ কংগ্রেসের যাত্রাকে শহরের ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করে। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় একাধিক রাস্তা। কংগ্রেস কর্মীরা সেই ব্যারিকেড টপকিয়েই শহরে ঢোকার চেষ্টা করলে শুরু হয় ঝামেলা। প্রায় ৫ হাজার কংগ্রেস কর্মীর সঙ্গে হাতাহাতি-সংঘর্ষ শুরু হয় পুলিশের। এই ঘটনার পরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পুলিশ রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৯টি ধারায় এফআইআর দায়ের করে।

 

 

 

 

spot_img

Related articles

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...