Sunday, November 16, 2025

অসচেতনতা বরদাস্ত নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কড়া বার্তা ডিজির

Date:

Share post:

বুধবার পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর কনভয়ে গাড়ি ঢুকে পড়ার ঘটনায় আহত হন তিনি। ঘটনায় বেজায় ক্ষুব্ধ রাজ্য পুলিশের ডিজি (DG) রাজীব কুমার। বৃহস্পতিবারই ডিজির তরফে রাজ্যের সব পুলিশ সুপার, কমিশনারদের বৈঠকে ডাকা হয়। সেখানে কোনও ধরনের অসচেতনতা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী ও ভিআইপিদের নিশ্ছিদ্র নিরাপত্তায় বেশ কিছু নির্দেশও দেওয়া হয়।

বর্ধমানে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পর তিনি নিজেই জানান একটি গাড়ি তাঁর কনভয়ে (convoy) ঢুকে পড়ে। ফলে আচমকা ব্রেক কষেন মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। এই দুর্ঘটনা নিয়ে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপের সঙ্গে আলাদাভাবে কথা বলেন ডিজি। সেখানেই অসচেতনতা সংক্রান্ত একটি বিষয় উঠে আসে। পূর্ব বর্ধমান পুলিশ সুপারকে আরও দ্বায়িত্ববান হওয়ার নির্দেশ দেন ডিজি। এমনকি দ্বায়িত্ববান না হওয়ার (casual) কারণেই বুধবারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ডিজি।

তবে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বা যে কোনও ভিআইপি সফরের সময় নিশ্ছিদ্র নিরাপত্তা কীভাবে বজায় রাখা সম্ভব তা নিয়ে নির্দেশ দেওয়া হয়। উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা (ADG, law and order) জাভেদ সামিম ও মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ডিরেক্টর পীযূষ পাণ্ডে। সেক্ষেত্রে সফরের আগে রুটম্যাপ ও নিরাপত্তা নিয়ে সমন্বয়ের জন্য বৈঠক করে নিতে বলা হয়। প্রয়োজনে চালকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়েও ভাবনা চিন্তা করতে বলা হয়েছে। সমন্বয় ও সচেতনতায় জোর দিতে সব ট্রাফিকের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...