Sunday, August 24, 2025

ফটোগ্রাফারের ক্যামেরায় বিরল সোনালি বাঘ, জানতই না আসাম সরকার!

Date:

Share post:

কাজিরাঙায় পর্যটকদের নিয়ে গিয়ে মালায়লি চিত্রগ্রাহকের ক্যামেরায় ধরা পড়ল বিরল সোনালি বাঘের (golden tiger) ছবি। আর তারপরেই শোরগোল আসাম জুড়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সেই ছবি পোস্ট করায় প্রকাশ্যে এল পূর্ণবয়স্ক সোনালি বাঘের ছবি। প্রশ্ন উঠছে বাইরে থেকে আসামে যাওয়া পর্যটক যে বাঘ দেখতে পেলেন, আসাম বন বিভাগ তা এতদিনেও দেখতে পায়নি, বা রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেয়নি।

২৪ জানুয়ারি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ওয়াল্ড লাইফ ফটোগ্রাফার (wild life photographer) গৌরব রামনারায়ণন অস্ট্রেলিয়ার একদল পর্যটককে নিয়ে আসামের কাজিরাঙা ন্যাশানাল পার্কে (Kaziranga National Park) যান। সেখানেই তাদের সামনে আসে সোনালি বাঘ। প্রথমে প্রায় ৮০০ মিটার দূরে বাঘটিকে দেখে থমকে যান তাঁরা। ধীরে ধীরে সে এগিয়ে আসে গাড়ির দিকে। একসময় মাত্র ৮০ মিটার দূরত্বে এসে দাঁড়ায়, বলে জানান গৌরব।

আসাম বন দফতরকে সেকথা জানান গৌরব। এরপরই গৌরবের তোলা বিরল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীর পোস্টে সোনালি বাঘকে বিরল বলা হলেও এই কাজিরাঙাতেই তিন বছর আগে সোনালি বাঘ দেখা গিয়েছিল বলে দাবি প্রাণি বিশেষজ্ঞদের। বাঘের মিউটেশন (mutation) বা জিনগত পার্থক্যের (genetic varient) জন্য সোনালি বা অন্য ধরনের রঙের বাঘ দেখা যায়। মূলত বেঙ্গল টাইগারের যে কমলা রঙ থাকে সেই রঙ সোনালি বাঘের ক্ষেত্রে খানিকটা হালকা হয়। পাশাপাশি কালো ডোরা দাগ থাকে না। কালোর রঙের পরিবর্তে বাদামি ডোরা দেখা যায় সোনালি বেঙ্গল টাইগারের। তেমনই একটি বাঘ দেখেন তাঁরা।

শীতে ভরা পর্যটক মরশুমে সোনালি বাঘ দেখার লোভে কাজিরাঙায় পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা এরপর প্রবল। সেই সঙ্গে কোন ধরনের মিউটেশন থেকে এমন বিরল ধরনের বাঘ আবার কাজিরাঙায় দেখা গেল, তা নিয়েও গবেশনায় আগ্রহী দেশের জীববিজ্ঞানীরা।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...