Tuesday, November 11, 2025

উত্তরপ্রদেশে মাত্র ১১ আসন ছাড়তে রাজি সপা, নারাজ কংগ্রেস

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসকে মাত্র ১১ টি আসন ছাড়তে রাজি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শনিবার সপা প্রধান জানান, কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে উত্তরপ্রদেশে ১১ টি আসন ছাড়া হবে তাঁদের তরফে। তবে সূত্রের খবর, এই সমীকরণে একেবারেই রাজি নয় কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত অখিলেশ যাদবের, কংগ্রেসের নয়।

উত্তরপ্রদেশে ৮০ টি লোকসভা আসন রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের নির্বাচনে, বিজেপি ও আপনা দল(এস)-এর জোট এখানে ৮০ টি আসনের মধ্যে ৬২টি আসন জিতেছিল, এসপি-বিএসপি জোট ১৫ টি আসন জিতেছিল এবং কংগ্রেস শুধুমাত্র একটি আসন জিতেছিল। কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল এই রাজ্যে তাঁরা ৫০ টি আসনে লড়াই করতে চায়। তবে এবার সপার সঙ্গে জোটের লড়াইয়ে আসন রফায় কংগ্রেস সন্তুষ্ট না হওয়ায় সপার তরফে জানানো হয়েছে, সপার তরফে একটা প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র। যদি কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা দেওয়া হলে তা বিবেচনা করে আসন সংখ্যা বাড়াতে রাজি রয়েছে সমাজবাদী পার্টি।

উল্লেখযোগ্যভাবে, শুক্রবার অখিলেশ যাদব ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে চলতে থাকা টালমাটাল পরিস্থিতির জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। এবং জানিয়েছেন, জোট সঙ্গীদের সঙ্গে কোনওরকম আলোচনা না করা ও জোটের কার্যকলাপে কংগ্রেসের অনীহা প্রকাশের জন্যই এই ফাটল তৈরি হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই আসন রফা নিয়ে মতান্তর তৈরি হল সপা ও কংগ্রেসের মধ্যে।

spot_img

Related articles

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...

উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর

অভিযোগ সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ পেলে SIR বাতিল করা হবে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে মন্তব্য বিচারপতি...