Thursday, November 6, 2025

CCTV-গদি আঁটা সিটে ছুটল প্রথম ফার্স্টক্লাস লোকাল, ভাড়া নিয়ে ধন্দ

Date:

Share post:

রাজ্যে প্রথম চাকা গড়ালো ফার্স্টক্লাস কামরা বিশিষ্ট লোকাল ট্রেন। রবিবার রাণাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালে (Ladies Special) প্রথমবার দেখা গেল ফার্স্টক্লাস কামরা (first class coach)। তবে গোটা ট্রেনে নয়, আপাতত একটি কামরা প্রথম শ্রেণির থাকছে। মহিলাদের নিরাপত্তার কথা ভেবে এই ধরনের কামরা বিশিষ্ট ট্রেন চালানোর পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। যদিও ট্রেনের ভাড়া সাধারণ কামরার থেকে বেড়ে কত দাঁড়াবে এখনও স্পষ্ট নয়।

রবিবার ডাউন রাণাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালের দ্বিতীয় কামরাটি প্রথম শ্রেণির কামরা বলে বাইরে থেকে চিহ্নিত করা দেখা যায়। অন্যান্য কামরায় দ্বিতীয় শ্রেণি বলে উল্লেখ করা দেখা যায়। প্রথম শ্রেণির কামরাটি নানা ধরনের ছবি এঁকে সাজানো। বসার সিট গাদি আঁটা। মেঝেতে কার্পেট পাতা। উদ্বোধনের দিন স্বাভাবিকভাবে ফুল আর বেলুনের সাজে কামরা দেখতে ভালই লাগছিল।

তবে এই কামরার আসল বৈশিষ্ট্য এতে দুই প্রান্তে লাগানো মোবাইল চার্জিং পয়েন্ট। কামরার ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরা। কামরার ছয় নম্বর সিটের কাছে রয়েছে একটি জরুরি কথা বলার যন্ত্র। এর সাহায্যে যে কোনও সমস্যায় যোগাযোগ করা যাবে ট্রেনের চালক বা গার্ডের সঙ্গে। আপাতত রবিবার বাদে প্রতিদিন এই কামরাযুক্ত ট্রেনটি চলবে রাণাঘাট-শিয়ালদহ রুটে। সকালে রাণাঘাট থেকে মাতৃভূমি লোকাল হয়ে সকাল ৭.৪৫ মিনিটে রওনা হয়ে শিয়ালদহ যাবে। বিকালে ৫টা নাগাদ শিয়ালদহ থেকে মাতৃভূমি হয়ে রওনা দিয়ে পৌঁছাবে রাণাঘাট।

পূর্ব রেলের শিয়ালদহ শাখার ডিআরএম (DRM, Sealdah) দীপক নিগমের হাত ধরে এই ট্রেনের উদ্বোধন হয়। তবে পূর্বরেল সোশ্যাল মিডিয়ায় ট্রেনের চাকা গড়ানোর ভিডিও পোস্ট হতেই লোকাল ট্রেন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা। প্রতিদিন দেরিতে লোকাল ট্রেন চলার হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি ভাড়ার বিষয়টি যাতে কম থাকে তারও অনুরোধ জানানো হয়।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...