Sunday, January 11, 2026

কন্যাশ্রী থেকে যুবশ্রী: রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর সভায় নবীন প্রজন্মের তুমুল সাড়া, একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন

Date:

Share post:

তিনটি পদযাত্রা করে রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee) একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, ঘোষণা মুখ্যমন্ত্রী। আর কন্যাশ্রী থেকে যুবশ্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে নবীন প্রজন্মের মধ্যে তুমুল সাড়া। হাততালি দিয়ে সমর্থন জানান যুবরা।

এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, “আমি চলব, গলব, প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব। তবে ছেড়ে পালাব না। এই উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল। কেউ আসত না। এখন কত পর্যটন কেন্দ্র, হাসপাতাল, স্টেডিয়াম, স্কুল, কিছু বাকি নেই।“ মুখ্যমন্ত্রী (Mamata Banejee) বলেন, “১ ফেব্রুয়ারি থেকে আবেদনকারী আরও ১৩ লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন। কন্যাশ্রী এবার বেড়ে ৯৫ লক্ষ হয়ে গেল। ৮৫ লক্ষ মেয়েকে বিয়ের টাকা দেওয়া হয়েছে। ৬০ বছর হলে আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, সেটা বার্ধক্য ভাতায় পরিবর্তিত হয়ে যাবে। চায়ের পাট্টা দিচ্ছি। মজদুররা পাট্টা পাবেন। ভারতকে পথ দেখাবে বাংলা।“

অকাল বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বাবদ ১০২ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ২০১৯ সাল থেকে রাজ্যে ২৮০০ কোটি ক্রপ ইনসিওরেন্স রয়েছে। ৫৮ লক্ষ কৃষক পেয়েছেন সেই সুবিধা। ৭ লক্ষ মানবিক ভাতা দেওয়া হয়েছে। ৮৫ লক্ষ মেয়েকে রূপশ্রী দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ৬৭,৪৬৭ প্রকল্পের মধ্যে ৪৮৪৮৯ কাজ শেষ। মুখ্যমন্ত্রীর কথার মধ্যেই তুমুল হাততালি দেন নব প্রজন্মের ছেলে-মেয়েরা।

এরপরেই মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার বলে বেড়ায় হর ঘর মে জল দেতা হ্যায়। কাজটা আমরা করি। জমি আমরা দিই। জলের পাইপ লাইন দিই। মেন্টেনেন্স আমরা করি। মাত্র ২৫ ভাগ দেয় কেন্দ্র। আর ৭৫ ভাগ দেয় রাজ্য। আর ওরা বিজ্ঞাপন করে চলেছে।

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...