Monday, August 25, 2025

কন্যাশ্রী থেকে যুবশ্রী: রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর সভায় নবীন প্রজন্মের তুমুল সাড়া, একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন

Date:

Share post:

তিনটি পদযাত্রা করে রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee) একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, ঘোষণা মুখ্যমন্ত্রী। আর কন্যাশ্রী থেকে যুবশ্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে নবীন প্রজন্মের মধ্যে তুমুল সাড়া। হাততালি দিয়ে সমর্থন জানান যুবরা।

এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, “আমি চলব, গলব, প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব। তবে ছেড়ে পালাব না। এই উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল। কেউ আসত না। এখন কত পর্যটন কেন্দ্র, হাসপাতাল, স্টেডিয়াম, স্কুল, কিছু বাকি নেই।“ মুখ্যমন্ত্রী (Mamata Banejee) বলেন, “১ ফেব্রুয়ারি থেকে আবেদনকারী আরও ১৩ লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন। কন্যাশ্রী এবার বেড়ে ৯৫ লক্ষ হয়ে গেল। ৮৫ লক্ষ মেয়েকে বিয়ের টাকা দেওয়া হয়েছে। ৬০ বছর হলে আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, সেটা বার্ধক্য ভাতায় পরিবর্তিত হয়ে যাবে। চায়ের পাট্টা দিচ্ছি। মজদুররা পাট্টা পাবেন। ভারতকে পথ দেখাবে বাংলা।“

অকাল বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বাবদ ১০২ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ২০১৯ সাল থেকে রাজ্যে ২৮০০ কোটি ক্রপ ইনসিওরেন্স রয়েছে। ৫৮ লক্ষ কৃষক পেয়েছেন সেই সুবিধা। ৭ লক্ষ মানবিক ভাতা দেওয়া হয়েছে। ৮৫ লক্ষ মেয়েকে রূপশ্রী দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ৬৭,৪৬৭ প্রকল্পের মধ্যে ৪৮৪৮৯ কাজ শেষ। মুখ্যমন্ত্রীর কথার মধ্যেই তুমুল হাততালি দেন নব প্রজন্মের ছেলে-মেয়েরা।

এরপরেই মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার বলে বেড়ায় হর ঘর মে জল দেতা হ্যায়। কাজটা আমরা করি। জমি আমরা দিই। জলের পাইপ লাইন দিই। মেন্টেনেন্স আমরা করি। মাত্র ২৫ ভাগ দেয় কেন্দ্র। আর ৭৫ ভাগ দেয় রাজ্য। আর ওরা বিজ্ঞাপন করে চলেছে।

spot_img

Related articles

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...