Friday, January 16, 2026

ডার্বির আগে বড় চমক লাল-হলুদে, ষষ্ঠ বিদেশি হিসাবে যোগ দিলেন ফেলিসিও

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন তারপরই আইএসএল-এর দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। আর প্রথম ম্যাচই মহা ডার্বি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল- মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই ম্যাচে নামার আগে বড় চমক দিলো লাল-হলুদ। ডার্বির আগে ষষ্ঠ বিদেশি হিসাবে ফেলিসিও ব্রাউন ফোর্বস সই করালো ইস্টবেঙ্গল । ওপর দিকে সিভেরিওকে ছেড়ে দিলো লাল-গলুদ। এদিন এমনটাই জানানো হলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।

ফেলিসিওর জন্ম জার্মানিতে।যুব পর্যায় পর্যন্ত জার্মানিতে খেললেও বর্তমানে ফেলিসিও খেলেন কোস্টারিকার হয়ে। একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফরোয়ার্ডের। ইস্টবেঙ্গলে খেলতে আসার আগে ৩২ বছর বয়সী এই ফুটবলার খেলতেন চাইনিজ সুপার লীগের কিংদাও হাইনিউয়ের হয়ে। লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফেলিসিও। তিনি বলেন, “ আমি ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে অত্যন্ত উৎসাহিত। আমার নতুন দল সম্প্রতি সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমি দলের সকলকে অভিনন্দন জানাতে চাই। আমি এই বিশাল ফ্যানবেসকে খুশি করতে চাই এবং আইএসএল এর দ্বিতীয় পর্বে নিজের সেরাটা দিতে চাই।” অন্যদিকে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, “ ফেলিসিও অত্যন্ত শক্তিশালী একজন স্ট্রাইকার যিনি ইউরোপের শ্রেষ্ঠ লিগ গুলিতে খেলেছেন এছাড়াও এশিয়ার শ্রেষ্ঠ লিগগু লিতে খেলারও অভিজ্ঞতা রয়েছে। চাইনিজ লিগে তিনি ২০টি গোল করেছেন। কিছু সপ্তাহ আগেই চিনে তাঁর মরশুম শেষ হয়েছে, তাই আমাদের যখনই প্রয়োজন পরবে তিনি সাহায্য করতে পারবেন।”

সুপার কাপের পরেই বোরহা হেরেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ইস্টবেঙ্গলের। বোরহার পরিবর্তের নাম বুধবার ঘোষণা করে দিয়েছে লাল-হলুদ। বোরহার জায়গায় দলে এসেছেন ভিক্টর ভাসকোয়েজ। আর আজ সিভেরিওর লাল-হলুদ ছাড়ার খবর সামনে আসে।, জামশেদপুর এফসিতে যাচ্ছেন সিভেরিও। সিভেরিও সরতেই নতুন বিদেশির ঘোষণা করল লাল-হলুদ।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিরাট-রোহিতের প্রশংসায় রজত, কী বললেন তিনি?

spot_img

Related articles

বাড়ল এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা 

বাংলার শাসকদলের (TMC) অভিযোগ সত্যি বলে প্রমাণিত হল। এসআইআরের (SIR) জন্য নির্ধারিত সময়সীমা যে যথেষ্ট নয় তা বুঝে...

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার...

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে আজ পশ্চিম মেদিনীপুরে অভিষেক, সভায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গেছে নন্দীগ্রামে। বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরে 'রণসংকল্প...

মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর...