Sunday, August 24, 2025

ডার্বির আগে বড় চমক লাল-হলুদে, ষষ্ঠ বিদেশি হিসাবে যোগ দিলেন ফেলিসিও

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন তারপরই আইএসএল-এর দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। আর প্রথম ম্যাচই মহা ডার্বি। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল- মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই ম্যাচে নামার আগে বড় চমক দিলো লাল-হলুদ। ডার্বির আগে ষষ্ঠ বিদেশি হিসাবে ফেলিসিও ব্রাউন ফোর্বস সই করালো ইস্টবেঙ্গল । ওপর দিকে সিভেরিওকে ছেড়ে দিলো লাল-গলুদ। এদিন এমনটাই জানানো হলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।

ফেলিসিওর জন্ম জার্মানিতে।যুব পর্যায় পর্যন্ত জার্মানিতে খেললেও বর্তমানে ফেলিসিও খেলেন কোস্টারিকার হয়ে। একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফরোয়ার্ডের। ইস্টবেঙ্গলে খেলতে আসার আগে ৩২ বছর বয়সী এই ফুটবলার খেলতেন চাইনিজ সুপার লীগের কিংদাও হাইনিউয়ের হয়ে। লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফেলিসিও। তিনি বলেন, “ আমি ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে অত্যন্ত উৎসাহিত। আমার নতুন দল সম্প্রতি সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমি দলের সকলকে অভিনন্দন জানাতে চাই। আমি এই বিশাল ফ্যানবেসকে খুশি করতে চাই এবং আইএসএল এর দ্বিতীয় পর্বে নিজের সেরাটা দিতে চাই।” অন্যদিকে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, “ ফেলিসিও অত্যন্ত শক্তিশালী একজন স্ট্রাইকার যিনি ইউরোপের শ্রেষ্ঠ লিগ গুলিতে খেলেছেন এছাড়াও এশিয়ার শ্রেষ্ঠ লিগগু লিতে খেলারও অভিজ্ঞতা রয়েছে। চাইনিজ লিগে তিনি ২০টি গোল করেছেন। কিছু সপ্তাহ আগেই চিনে তাঁর মরশুম শেষ হয়েছে, তাই আমাদের যখনই প্রয়োজন পরবে তিনি সাহায্য করতে পারবেন।”

সুপার কাপের পরেই বোরহা হেরেরার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ইস্টবেঙ্গলের। বোরহার পরিবর্তের নাম বুধবার ঘোষণা করে দিয়েছে লাল-হলুদ। বোরহার জায়গায় দলে এসেছেন ভিক্টর ভাসকোয়েজ। আর আজ সিভেরিওর লাল-হলুদ ছাড়ার খবর সামনে আসে।, জামশেদপুর এফসিতে যাচ্ছেন সিভেরিও। সিভেরিও সরতেই নতুন বিদেশির ঘোষণা করল লাল-হলুদ।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বিরাট-রোহিতের প্রশংসায় রজত, কী বললেন তিনি?

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...