Wednesday, January 14, 2026

আমন্ত্রণ মেলেনি ন্যায় যাত্রায়! অভিমানী অখিলেশের মান ভাঙাতে তৎপর কংগ্রেস

Date:

Share post:

ইন্ডিয়া জোটের অন্দরে সংঘাত ক্রমশ বাড়ছে। ন্যায় যাত্রা নিয়ে কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ ছিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সুরেই কথা বললেন এসপি-প্রধান অখিলেশ যাদব। জানালেন, রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় এখনও আমন্ত্রণ পাননি তিনি। তাঁর বক্তব্য, নিজে থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না। অখিলেশের এহেন মন্তব্যের পর সপা প্রধানের মান ভাঙাতে তৎপর হল কংগ্রেস।

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে সপা কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে উত্তরপ্রদেশে। এর মধ্যেই অখিলেশ জানালেন, রাহুলের যাত্রায় এখনও আমন্ত্রণ পাননি তিনি। বাংলায় ঢুকে বিহারে গিয়ে আবার বাংলা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে রাহুলের যাত্রা। ক্রমে পৌঁছবে উত্তরপ্রদেশ। সাংবাদিকেরা অখিলেশকে প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে রাহুলের যাত্রা প্রবেশ করলে তিনি কি তাতে যোগ দেবেন? জবাবে এসপি-প্রধান বলেন, প্রধান সমস্যা হল যেকোনও বড় ইভেন্ট হয়ে যাওয়ার বহু পর তা জানা যায়। এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণ আসেনি। এরপরই আসরে নামেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রার সঠিক রুট এখনও তৈরি করা হয়নি। আগামী দু-একদিনের মধ্যে তা হয়ে যাবে। এরপরই সমাজবাদী পার্টির কাছে যাত্রায় যোগদান করার আমন্ত্রণ পত্র পৌঁছে যাবে।

অবশ্য ইন্ডিয়া জোটে কংগ্রেসের ‘দাদাগিরি’র বিরুদ্ধে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যায় যত্রা প্রসঙ্গে তিনি বলেছিলেন, “হঠাৎ করে দেখলাম বাংলায় চলে এল। এক বার বললও না কোন রাস্তা দিয়ে যাবে! আমরা নাকি ‘ইন্ডিয়া’র পার্টনার। এক বার বলার প্রয়োজন মনে করল না।” এর পর জোট নিয়েও কংগ্রেসকে বিঁধে মমতা বলেন, “আমি কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলাম, তোমরা সারা দেশে ৩০০টি আসনে লড়ো। আর বাকি ২৪৩টি আসনে আঞ্চলিক দলগুলিকে লড়তে দাও। ওরা শুনল না। মাতব্বরি করল। আজ কী হল? ওরা যা করছে করুক, বাংলায় আমরা বিজেপিকে ঠেকাব। বিজেপিকে ঠেকাতে পারি, আগেও দেখিয়েছি, আবার দেখাব।”

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...