Monday, August 25, 2025

বেলগাছিয়া মিল্ক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

বেলগাছিয়া মিল্ক কলোনিতে ভয়াবহ আগুন। ঘন জনবসতি এলাকায় বুধবার দুপুরে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। আগুন লাগার কারণ জানা না গেলেও শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান স্থানীয়দের। দাহ্যপদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে প্রথমে দমকলের ৭টি ও পরে ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু।

মিল্ক কলোনির মূল গোডাউনে বিধ্বংসী আগুনে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বিল্ডিং। দমকল জল দেওয়ার ফলে হুহু করে সেই কালো ধোঁয়া গ্রাস করে গোটা এলাকা। দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরতে শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে তিনদিন থেকে ওপরে ওঠার চেষ্টা করে। জেসিবি দিয়ে দেওয়ালের একটা অংশ ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়।

দমকলমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে দমকলের কাজ পরিচালনা করেন। তিনি জানান, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আগুন লাগে। মূলত দুধের প্লাস্টিকের প্যাকেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশেই অনেক প্লাস্টিক সামগ্রী থাকায় সেখানেও আগুন ছড়ায়।

যদিও এই আগুন দুর্ঘটনা না নাশকতা প্রশ্ন তোলেন মিল্ক কলোনির কর্মীরা। তাঁদের দাবি বুধবার রেড রোডে ধর্নামঞ্চে যোগ দিতে গিয়েছিলেন কর্মীরা। সেই সময় আগুন লাগে গোডাউনের সেই অংশে যেখানে তথ্য রাখা থাকে। সেই সময় কোনও উদ্দেশ্যে কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা তাঁদের।

spot_img

Related articles

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...