আদালতে ফের জয় কুণাল ঘোষের। সারদার আরও একটি মামলায় বৃহস্পতিবার কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিধাননগরের এমপি-এমএলএ বিশেষ আদালত৷ আরও একটি সারদা মামলায় মুক্তি পেলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল এমপি-এমএলএ বিশেষ আদালত।

এই মামলার দীর্ঘ শুনানি করেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। আজ রায়দানে কুণালকে যাবতীয় অভিযোগমুক্ত বলে ঘোষণা করেন বিচারক জয়শঙ্কর রায়। তাঁর বিরুদ্ধে ৪০৯ ধারাও প্রযোজ্য নয় বলে রায় দেয় কোর্ট।

উল্লেখ্য, পার্ক স্ট্রিট থানার ২০১৩ সালের এই মামলায় এদিন নিজের দোষ স্বীকার করে নেন সারদাকর্তা সুদীপ্ত সেন। যেহেতু ৪০৬ ধারায় সর্বোচ্চ শাস্তি ৩ বছর এবং সুদীপ্ত তার বেশি সময় বন্দি আছেন, তাই তাঁর গিলটি পিটিশন গ্রহণ করেও মামলা থেকে মুক্ত বলে রায় দেন বিচারক।

এর আগে সারদা সংক্রান্ত একটি মামলায় মুক্তি পেয়েছিলেন কুণাল ঘোষ। বেকসুর খালাস পেয়েছিলেন তিনি।

