সন্দেশখালিতে গ্রামবাসীদের উস্কানি দেওয়া বহিরাগতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে: মনোজ ভার্মা

সন্দেশখালি, জেলিয়াখালি এলাকা আপাতত শান্ত আছে বলে দাবি করেন এডিজি আইনশৃঙ্খলা।

সন্দেশখালি তো বৃহস্পতিবারের পর শুক্রবারেও উত্তপ্ত পরিস্থিতি। এদিনও মহিলারা বিক্ষোভের অগ্রভাগে ছিলেন। কিন্তু যে সব বহিরাগত এজন্য উস্কানি দিচ্ছে তাদের চিহ্নিত করার জন্য অভিযান শুরু হয়েছে। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এই কথা জানান।
তিনি বলেন, গত তিনদিন ধরে সন্দেশখালিতে যা ঘটছে তার নেপথ্যে কারা কারা উস্কানি দিচ্ছে সেদিকে নজর রাখছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। দোষীদের চিহ্নিত করে অবশ্যই গ্রেফতার করা হবে। তবে সবদিক তদন্ত করার পরেই ব্যবস্থা নেওয়া হবে।সন্দেশখালি, জেলিয়াখালি এলাকা আপাতত শান্ত আছে বলে দাবি করেন এডিজি আইনশৃঙ্খলা।

তিনি বলেন, কেউ অভিযোগ জানালে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামবাসীদের যারা খেপিয়ে তুলছে, মদত দিচ্ছে, তাদের কাউকে ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দেন মনোজ ভার্মা।আজকের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।ওখানে এখন পর্যাপ্ত পুলিশ রয়েছে এবং এখনকার পরিস্থিতি পুরোটাই কন্ট্রোলে বলে জানান তিনি।