Thursday, August 28, 2025

ঘোষণা হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল, দলে নেই বিরাট কোহলি

Date:

Share post:

জল্পনাই সত্যি হল। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন টেস্ট দলে নেই বিরাট কোহলি। এদিন ঘোষণা হয় ইংরেজদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট ভারতীয় দল। সেই দলে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিয়েছেন বলে জানানো হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে।এক্ষেত্রেও ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন তা জানানো হয়নি। প্রথম দুই টেস্টেও একই কারণে দলে ছিলেন না বিরাট। তবে দলে ফিরেছেন কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা।

চোটের কারণে প্রথম টেস্টের পরেই দল থেকে বাদ পড়তে হয়েছিল রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুলকে। তবে তিন টেস্টে দুই তারকাকে দলে ফেরানো হয়েছে। ছাড়াই খেলতে হবে টিম ইন্ডিয়াকে। যদিও চোট সারলে তবেই খেলতে দেখা যাবে রাহুল এবং জাদেজাকে। বোর্ডের তরফে তেমনটাই জানানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ভারত ইংল্যান্ডের চতুর্থ ম্যাচ হবে রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি থেকে। আর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ধর্মশালায় ৭ মার্চ থেকে। ভারতীয় দল ইংল্যান্দের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে দারুণ ভাবে ফেরত এসেছে। ভারতের মাটিতেও আগুনের গতিতে বল করছেন যশপ্রিত বুমরাহ। অন্যদিকে ৫০০ উইকেট থেকে এক কদম দূরে রবিচন্দ্রন অশ্বিন। পরের টেস্টেই তিনি এই লক্ষ্যপূরণ করে ফেলতে পারবেন বলেই আশা করছেন টিম ইন্ডিয়ার ফ্যানরা।

একনজরে ভারতীয় দল – রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল*, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভারত, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...