সত্যি হল হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস। বৃহস্পতিবার সন্ধে গড়িয়ে রাত নামতেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু বৃষ্টি। তবে আগামী ১-২ ঘণ্টায় কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে ঝোড়ো হাওয়াও। ইতিমধ্যেই একাধিক জায়গায় মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে শুধু বৃষ্টি বা ঝোড়ো হাওয়াই নয়, এদিন কলকাতার কিছু জায়গায় বজ্রপাতের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানে আচমকা ঝড় ওঠে। সেই সময় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতের জেরে একজনের মৃত্যুর খবর সামনে এসেছে।

তবে শুধু কলকাতা নয়, এদিন সন্ধে থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গিয়েছে। এদিকে ঝড়বৃষ্টির সময়ে সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুই থেকে তিন ঘণ্টা কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। কলকাতার পাশাপাশি ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকাও। উভয় ক্ষেত্রেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে যে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে, আগেই তার পূর্বাভাস দিয়ে রেখেছিল আলিপুর। সেই সঙ্গে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছিলেন আবহবিদেরা। ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা একেবারেই নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
