Wednesday, November 12, 2025

আকবর-সীতার ‘একত্রবাস’! মামলা গড়াল আদালতে

Date:

Share post:

‘শিলিগুড়িতে সর্বনাশ’ – লালমোহন বাবু বেঁচে থাকলে হয়তো ঠিক এভাবেই নাম দিতেন। আকবরের সঙ্গে ‘যোধা’ থাকতে পারেন কিন্তু তাই বলে ‘সীতা’? অগত্যা সিংহীর নাম পরিবর্তনের দাবি। শুনতে একটু অদ্ভুত লাগলেও, এটাই সত্যি। শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে ( Bengal Safari Park) এখন রয়েছে আকবর ও সীতা। তবে এনারা মানুষ নন, প্রথমজন সিংহ আর ‘সীতা’ হলেন সিংহী। এই নামকরণ নিয়ে তাদের মধ্যে কোন আপাত বিরোধ না থাকলেও, ফুঁসছে বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। এক জন তৃতীয় মুঘল সম্রাট, অন্য জন রামচন্দ্রের স্ত্রী। যতই চতুষ্পদীর নামকরণে তাদের ব্যবহার হোক না কেন, ধর্মের সেন্টিমেন্ট এখানেও প্রকট হয়ে উঠলো। এক খাঁচায় আকবর আর সীতার থাকার ব্যাপারে প্রবল আপত্তি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দাবি, নাম পাল্টাতে হবে। রাজ্যের বন দফতর (Forest Department) ব্যাপারটাকে গুরুত্ব না দেওয়ায় বিশ্ব হিন্দু পরিষদ সটান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা ঠুকে দিয়েছে। সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!

বিশ্ব হিন্দু পরিষদের (VHP) দার্জিলিং জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় জানিয়েছেন, বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে, তাঁর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম আকবর। অথচ তাদের এক খাঁচায় রাখা হয়েছে।এতে হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবী শুভঙ্কর দত্ত জানান যে ত্রিপুরা থেকে যে সিংহ-সিংহীকে আনা হয়েছে, সরকারি নথিতে তাদের নাম লেখা ছিল প্যানথেরা লায়ন মেল অ্যান্ড ফিমেল। আইডি নম্বর দেওয়া থাকলেও এখানে নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই, নাম পরিবর্তনের মামলা। আদালত সূত্রে খবর , জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে শুক্রবার মামলার আবেদন করা হয়। মঙ্গলবার মামলার শুনানি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

 


spot_img

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...